“আমি তার সন্তানের মা”, শ্রেয়স আইয়ারকে স্বামী হিসেবে দাবি করলেন এই অভিনেত্রী! শুরু হইচই

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এ পাঞ্জাব কিংস দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। শুধু তাই নয়, ওই দল ফাইনালেও পৌঁছে যায়। তবে, শেষ মুহূর্তে পাঞ্জাব ট্রফি দখল করতে ব্যর্থ হলেও, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তাঁর দুর্দান্ত নেতৃত্ব দিয়ে অনুরাগীদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

শ্রেয়সকে (Shreyas Iyer) স্বামী হিসেবে দাবি করলেন এই অভিনেত্রী:

ঠিক এই আবহেই বলিউড অভিনেত্রী ও মডেল এডিন রোজের একটি প্রতিক্রিয়ার রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আসলে, তিনি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে একটি বক্তব্য রেখেছেন। এডিন বলেছেন যে, তিনি শ্রেয়সকে মনেপ্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছেন এবং নিজেকে তাঁর সন্তানের মা মনে করেন।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

শ্রেয়স আইয়ারের গুণাবলী উপস্থাপিত করেছেন: সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে এডিন রোজ তাঁর প্রিয় ক্রিকেটার (Shreyas Iyer) সম্পর্কে মতামত দেন। এডিন বলেন যে তিনি শ্রেয়স আয়ারকে খুব পছন্দ করেন এবং তিনি তাঁকে বিয়ে করতেও প্রস্তুত। এর পাশাপাশি, রোজ বলেন যে তিনি নিজেকে আইয়ারের সন্তানদের মা হিসেবেও মনে করেন।

আরও পড়ুন: কেরিয়ারে সহজেই মিলবে সফলতা! পড়ুয়াদের সুবিধার্থে সম্পন্ন হচ্ছে APAI-WB Pre Counselling and Education Fair 2025

ওই সাক্ষাৎকারের সময়ে এডিন শ্রেয়সের (Shreyas Iyer) ৪ টি বড় গুণের কথাও বলেছিলেন। তাঁর মতে, আইয়ার লম্বা-চওড়া। দ্বিতীয়ত, তিনি “ডার্ক” এবং সুদর্শন। শ্রেয়সের দাড়িও তাঁকে আকৃষ্ট করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রেয়স দেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। এডিন বলেন, “আইয়ার আমার বাবার মতো দক্ষিণ ভারতের। আমি বিশ্বাস করি আমি তাঁর সন্তানের মা এবং আমি তাঁর সাথে বিবাহিত।”

আরও পড়ুন: যে হাতিয়ার উড়িয়েছিল পাকিস্তানের ঘুম! সেই অস্ত্রই ভারতের কাছ থেকে কিনতে চাইছে চিনের “শত্রু”

ফাইনালে পাঞ্জাব RCB-র কাছে পরাজিত হয়: জানিয়ে রাখি যে, দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর পাঞ্জাব দল ফাইনালে পৌঁছতে সফল হয়। ফাইনাল ম্যাচে পাঞ্জাবকে RCB-র কাছে ৬ রানে পরাজিত হয়। জানিয়ে রাখি যে, আইয়ারই (Shreyas Iyer) একমাত্র অধিনায়ক যিনি IPL-এ ৩ টি দলকে ফাইনালে নিয়ে যেতে পেরেছেন। পাঞ্জাবের আগে, আইয়ার দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সকেও ফাইনালে নিয়ে গিয়েছিলেন। গত বছর শ্রেয়সের নেতৃত্বে KKR ট্রফিও জিতেছিল।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।