পেট্রোলের দাম বাড়লে কি হয়েছে, সাধারণ মানুষের তো আর গাড়ি নেইঃ নারায়ণ প্রসাদ, বিহারের মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ‘সাধারণ মানুষের তো আর নিজস্ব গাড়ি নেই, তেলের দাম বাড়লে কি হয়েছে?’, এমনই মন্তব্য করলেন বিহারের (Bihar) মন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ প্রসাদ (Narayan Prasad)। প্রত্যেক দিন পেট্রোল ডিজেলের দাম যেহারে বাড়ছে, তাতে মানুষ নাজেহাল হয়ে পড়ছে। জ্বালানির তেলের এই মূল্যবৃদ্ধিতে দিকে দিকে প্রতিবাদে সরবও হয়েছেন বিরোধীরা।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। বিশেষত কলকাতা, দিল্লী, মুম্বাই, চেন্নাইয়ে এই জ্বলানি তেলের দাম যেন অগ্নিমূল্য। দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নেমেছে। যেহারে দাম বাড়ছে, তাতে করে মানুষের পকেট গড়ের মাঠ হওয়ার যোগার হয়েছে।

petrol maps of india image 2

বিরোধীরা পালা করে করে প্রতিবাদের লিস্টও তৈরি করে রেখেছেন। কবে, কখন আর কোথায় প্রতিবাদী সভা, মিছিল বের হবে, তাও নির্ধারণ হয়ে গিয়েছে। মুল্যবৃদ্ধির এই প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব তারা।

একদিকে যখন বিরোধীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে, তখন অন্যদিকে বিহারের বিজেপি নেতার এক মন্তব্যে শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। বিহারের মন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ প্রসাদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘অন্যান্য সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি যেমন সবার উপরে প্রভাব ফেলেছে, তেমন আমারও সমস্যা হচ্ছে। মানুষ দেখবেন এতে অভ্যস্ত হয়ে যাবে। আর কোন সমস্যা হবে না’।

তিনি আরও বলেন, ‘খুব কম সংখ্যাক মানুষের কাছে গাড়ি রয়েছে। বেশিরভাগ সাধারণ মানুষ বাসে, ট্রেনে চড়েন। তাই পেট্রোলের দাম বাড়লে অসুবিধা কোথায়? সাধারণ মানুষের তো আর নিজস্ব গাড়ি নেই, তেলের দাম বাড়লে কি হয়েছে?’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর