সন্ত্রাসবাদ দমনে বিরাট পদক্ষেপ ভারতের! ‘অপারেশন চক্রবূহ্যে’ ঘরে ঢুকে জঙ্গি মারবে ভারতীয় সেনা

বাংলা হান্ট ডেস্ক : সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে বিরাট পদক্ষেপ ভারতের। ভারতীয় নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, আফগানিস্তান (Afghanistan)-পাকিস্তান (Pakistan) সীমান্তে আইএসআইএস ঘাঁটি থেকে ফের ভারতে আইএসকেপি (আইএসআইএস খোরাসান) মডিউল সক্রিয় করার জন্য একটি পরিকল্পনা শুরু করেছে জঙ্গিরা। এই আইএসকেপি মডিউল পুনরায় সক্রিয় করার জন্য, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একটি নতুন অনলাইন উগ্রবাদী গ্রুপও গঠন করা হয়েছে। এই গ্রুপের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলি ভারতীয় যুব সমাজকে সন্ত্রাসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

ভারতের এমন যুবকদের নিশানা করা হচ্ছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো ক্ষেত্রে পড়াশোনা করছেন। দেশের বৃহত্তম তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তে মহারাষ্ট্র, পুনে এবং কেরালায় এই মডিউল সক্রিয় হওয়ার তথ্য উঠে এসেছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত থেকে এদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে। ভারতীয় সংস্থার সন্দেহ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও আইএসকেপিকে শক্তিশালী করতে সাহায্য করছে।

indian army 2

গত কয়েক মাসে আইএসআইএসের মতাদর্শে প্রভাবিত একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করেই প্রকাশ্যে আসে দেশবিরোধী এই ষড়যন্ত্রের কথা। এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুই হল আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত, যেখান থেকে আইএসআইএসের নতুন মডিউল তৈরি হচ্ছে।

নতুন মডিউলটি ভারতের কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের যুবকদের নিশানা করেছে। আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর, আইএসআইএস খোরাসান মতাদর্শ দ্বারা প্রভাবিত এই মডিউল শুধুমাত্র অনলাইন র‌্যাডিক্যালাইজেশনের মাধ্যমেই যুবকদের টার্গেট করছে। এনআইএ সূত্রের খবর, এই মডিউলটি শুধুমাত্র এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগাযোগ করছে ভারতীয় যুবকদের সঙ্গে। এই মডিউল ভাঙতেই শুরু হয়েছে ‘অপারেশন চক্রব্যূহ’।

আরও পড়ুন : যাদবপুর কাণ্ডে বিস্ফোরক মমতা, ‘ছাত্র মৃত্যুর জন্য দায়ী এরা”! মুখ্যমন্ত্রীর বয়ানে কীসের ইঙ্গিত?

গত ৬ মাসে আইএসআইএস মতাদর্শে প্রভাবিত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদের নাম যথাক্রমে ফাইজান আনসারি, ডাঃ আদনালী সরকার (পুনে)। এদের মধ্যে ফাইজান আলিগড় এবং আদনালী পুনের বাসিন্দা। এই মডিউলের গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইএসআইএসের এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা প্রকাশ পায়। এরপরই শুরু ‘অপারেশন চক্রব্যূহ’ প্রস্তুত করা হয়।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর