অস্ট্রেলিয়া পেল ১২ কোটি, মালামাল হল নিউজিল্যান্ডও! জানুন প্রাইজ মানি হিসেবে কত পেল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইসিসি বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন ফের একবার ভঙ্গ হয়েছে উইলিয়ামসনের কাল ঘোড়াদের। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ফের একবার তাদের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া।

যদিও টসে হেরে যাবার পরেও প্রথমে ব্যাট করে ভালো লড়াই দিয়েছিল নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসনের 85 রানে দুরন্ত ইনিংসের দৌলতে 172 রানের লড়াকু স্কোর কারা করেছিল তারা। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার (53) এবং মিচেল মার্শের (77) জোড়া অর্ধশত রানের দৌলতে সহজেই 8 উইকেটে এই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

আসুন দেখে নেওয়া যাক এই ট্রফি জয়ের পর কার ভাগ্যে জুটল কত কোটি টাকা। আইসিসির পুরস্কার মূল্য অনুযায়ী ফাইনালে বিজয় লাভের পরে পুরস্কার মূল্য হিসেবে 1.6 মিলিয়ন ডলার লাভ করল অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতীয় টাকার দেখতে হলে প্রায় 12 কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, 2015 সালের পর এই প্রথমবার কোন আইসিসি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে রানার্সআপ হওয়া উইলিয়ামসনের দল পেল 8 লাখ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 6 কোটি টাকা।

images 2021 11 15T161747.995

ফাইনালে পৌঁছাতে না পারলেও কোটি টাকার পুরস্কার জিতে নিলেন বাবর আজম এবং মর্গ্যানরাও। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ফলে তারা পেলেন ভারতীয় মুদ্রায় 3 কোটি টাকার অর্থ পুরস্কার। কোহলির নেতৃত্বে এবার ভারতীয় দল সেমিফাইনালে উঠতে পারেনি। তাই 52 লাখ টাকার পুরস্কার মূল্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের। প্রসঙ্গত উল্লেখ্য এর সাথে প্রতিটি ম্যাচ খেলার জন্যও টাকা দেওয়া হয়ে থাকে দলগুলিকে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর