এখুনি ভোট হলে আসন কমবে NDA-র, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি! দাবি সমীক্ষায়

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ১৯ মাস পরেই লোকসভা ভোট (Lok sabha Election)। জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। এক একটি রাজনৈতিক দল এক একটি পন্থা অবলম্বন করে যে যার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। শুধু রাজ্য স্তরে না, কেন্দ্রীয় স্তরেও চলছে জোরকদমে কাজ। এর মধ্যেই বিজেপি শিবির (Bharatiya Janata Party) থেকে খবর এসেছে যে, তারা দেশের আগামী প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) দেখছেন অর্থাৎ ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই এনডিএ (NDA) শিবির থেকে প্রধানমন্ত্রীর স্থান দখল করতে চলেছেন মোদী।

পাশাপাশি দলের কার্যকরীতা বৃদ্ধি পেয়েছে। এই ভোট উপলক্ষে গেরুয়া শিবির গ্রহণ করেছে একাধিক জনসংযোগ কর্মসূচী। দলীয় সভাপতি জেপি নড্ডার দায়িত্বও বৃদ্ধি পেয়েছে বেশ অনেকটাই। কিন্তু এতো কিছু করেও কী গেরুয়া শিবির সব একেবারে নিখুঁত ভাবে মিটিয়ে নিতে পেরেছে? এর উত্তর হলো না, তা পারেনি। কিছু না কিছু নিয়ে একটা দলীয় সমস্যা বা অশান্তি থেকেই যাচ্ছে।

একটি সমীক্ষায় বলা হয়েছে যে, আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি অনেক ক্ষেত্রেই অনেক রাজ্যের অনেক স্থান থেকে ঠিকঠাক ভোট হয়তো পাবে না। কমতে চলেছে তাঁদের সার্বিক ভোটের সংখ্যার পরিমাণ। গত লোকসভা ভোটে এনডিএ-এর সাথে জোট বেঁধে তাঁরা লোকসভায় মোট আসন পেয়ে ছিলেন। একটি সর্বভারতীয় সমীক্ষা সংস্থার থেকে জানা যাচ্ছে যে, এবং তারা ৩৪০ থেকে কমে ২৯৮টির মতো আসন পাবেন এখনই ভোট হলে।

পাশাপাশি দল হিসেবে তাঁদের নিজেদের আসন সংখ্যাও কমে যেতে পারে। তবে আসন কমলেও বিজেপি কমপক্ষে ২৮৪টি আসন পাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। একই সঙ্গে ওই সমীক্ষা সূত্রে খবর, এবার হয়তো আবার কংগ্রেসের ভোট এবং আসন দুয়ের সংখ্যাই বৃদ্ধি পেতে পারে। যেখানে ২০১৯ এর লোকসভা ভোটে তাঁরা ৯০ টি আসন জিতে ছিলেন, এই লোকসভা ভোটে তাঁরা ১৫০-এর বেশী আসন লাভ করতে পারেন। এছাড়াও এগিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেসের মতো দলগুলিও।

west-bengal-assembly-election-2021 BJP candidate in this center has been changed

দেশের প্রায় ২৮% মানুষ মনে করেন যে মোদীকে যদি কেউ প্রধানমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ দিতে পারেন তা হলো খোদ অরবিন্দ কেজরিওয়াল। তবে লক্ষ্য করার মতো বিষয় হলো এই যে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে দেশের প্রায় ৬৭% মানুষ। তাঁর জনপ্রিয়তা একটুও ক্ষুন্ন হয়নি দীর্ঘ ৯ বছরেও। তবে লোকসভা ভোটের এখনো অনেক দেরী, যেকোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে, এই কথা জানিয়েছেন বিরোধী পক্ষরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর