বাংলা হান্ট ডেস্ক: ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ২০২৫ এডিশন শুরু হতে আর খুব বেশি সময় নেই। আগামী মাসে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। যার আয়োজক পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানে সম্পন্ন হতে চলে এই টুর্নামেন্টের প্রস্তুতি পুরোদমে চলছে। পাশাপাশি, লাহোর ও করাচির স্টেডিয়ামগুলিতে আপগ্রেডেশনের কাজ চলছে পুরোদমে।
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে বড় আপডেট দিল পাকিস্তান:
তবে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) কাউন্টডাউন শুরু হয়ে গেলেও সময়মতো স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি কিছু ভিডিও সামনে এসেছে। যেগুলিতে দেখা গিয়েছিল সেখানে এখনও অনেক কাজ করা বাকি। কিন্তু এবার একটি বড় আপডেট এসেছে। যেখানে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পাশাপাশি করাচির জাতীয় ক্রিকেটের কাজ শেষ করেছে। এমনকি, স্টেডিয়াম যথাসময়ে তৈরি হওয়ার দাবিও করা হয়েছে।
The condition of Gaddafi Stadium, Lahore, 44 days before the Champions Trophy.
– Lahore will host its first match on 22nd February, featuring Australia vs England. pic.twitter.com/jGtvCoBbP5
— (@CallMeSheri1) January 7, 2025
স্টেডিয়ামের কাজ নিয়ে বড় আপডেট দিয়েছে বোর্ড: স্টেডিয়ামের সংস্কারের বিষয়ে আপডেট দেওয়ার সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট করেছে যে স্টেডিয়ামের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে ICC রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ পাকিস্তানের সংস্কার কাজের ওপর ICC-র কড়া নজর ছিল। অর্থাৎ, পিসিবি আশ্বাস দিয়েছে যে সময়মতো স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হবে।
আরও পড়ুন: ডার্বির আগেই বড় ধাক্কা পেল মোহনবাগান! গুরুতর চোটের সম্মুখীন দলের এই তারকা ফুটবলার
এদিকে, জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে পাকিস্তানের ওই দু’টি স্টেডিয়ামে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় ODI সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই ত্রিদেশীয় ODI সিরিজটি মুলতানে হওয়ার কথা থাকলেও এখন স্টেডিয়ামের প্রস্তুতি শেষ দেখে পিসিবি এই বড় সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: মাইনাস ১০ ডিগ্রিতেও হবে সফর! ট্রেনে চেপেই পৌঁছে যাবেন “সুইজারল্যান্ড”, অসাধ্যসাধন করল ভারতীয় রেল
প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ব্যবহৃত স্টেডিয়ামের কথা বললে জানাতে হয়, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একাধিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যেখানে ৩৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। এই স্টেডিয়ামটি সংস্কারের পর জানুয়ারির শেষের দিকে উদ্বোধন করা হবে। এদিকে, করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে ৫ হাজার নতুন চেয়ার বসানোর পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও ১০ হাজার নতুন চেয়ার বসানোর কাজ চলছে।