মকর সংক্রান্তির দিনে কি কি করা থেকে বিরত থাকবেন

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১৫ জানুয়ারি মকরসংক্রান্তি। গতদিন আমরা জানিয়েছিলাম বছরব্যাপী সৌভাগ্য পাওয়ার জন্য এই দিনে কি কি করা উচিত। আজ জানব কি কি করা উচিত নয় এই বিশেষ দিনে

প্রাচীন যুগে এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুড় গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ্য দেওয়ার প্রচলন ছিল। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এই সংক্রান্তির বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এই দিনটিকে পালন করা হয়।  ভারতের বাইরেও অন্য দেশে এই দিন মহা সমারোহে পালিত হয় যেমন নেপালে মাঘে সংক্রান্তি , তাইল্যান্ডে সোংক্রান, কাম্বোডিয়ায় মোহা সোংক্রান, মায়ানমারে থিংইয়ান, লাওস-এ পি মা লো।

12078847613 53353c8b15 b

যে কাজগুলি করা উচিত নয় মকরসংক্রান্তিতে

১) মকর সংক্রান্তির দিনে বাড়িতে নিরামিষ রান্না করবেন। কালো তিল ব্যবহার করুন রান্নায়।

২) মদ ও মাংস এই অনুষ্ঠানে কঠোর ভাবে নিষিদ্ধ। তাই কোনো প্রলোভনের মদ খাবেন না বা প্রানী হত্যা করবেন না।

৩) মকর সংক্রান্তির দিন কোনো ভাবেই বৃক্ষছেদন করবেন না। এই উৎসব প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের । এই দিন গাছ কাটলে খারাপ প্রভাব পড়তে পারে আপনার জীবনে।

৫) এই দিন আপনি বা পরিবারের কেউ যেন কোথাও যাত্রা না করে। এই দিন যাত্রা করলে তার শুভ ফল পাওয়া যায় না। পরিবারের সকলের সাথে একসাথে থাকুন।

৬) এই দিন সকলের প্রতি প্রীতি দেখান। এতে সূর্য দেব খুশি হবে। কোনো পরিস্থিতিতেই এদিন কারো ওপরে রাগ করবেন না।

সম্পর্কিত খবর