বিরাট যে আঙ্গিভাঙ্গি করেছে সেটা খেলারই অঙ্গ, এতে বিরাটের কোনো দোষ দেখছি না: কায়রণ পোলার্ড।

টেস্ট হোক কিংবা ওয়ানডে কিংবা t-20 কোন ফরমেটেই থামানো যাচ্ছে না ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কিছুদিন আগেই ইডেনে পিঙ্ক বলের টেস্টে বলের সুইং এবং বাউন্স কে কাবু করে দুরন্ত শতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ম্যাচে তিনি দারুণভাবে সাবলীল আর এখন টি-টোয়েন্টি ম্যাচ সেখানেও দেখা যাচ্ছে বিরাট কোহলি অনবদ্য পারফরম্যান্স। হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরাট রানের টার্গেট পূরণ করেছিলেন বিরাট কোহলি অপরাজিত 94 রান করে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে এলেন। তারপর থেকে বিরাট কোহলির এই অপরাজিত 94 রানের ইনিংস কিছুতেই ভুলতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

   

বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন তারকা ক্রিকেটাররা ভিভ রিচার্ডসন থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ। বিরাট কোহলির সুন্দর ইনিংসের প্রশংসা করেছেন সকলেই। আর এবার বিরাটের প্রশংসা শোনা গেল বিপক্ষ দলের অধিনায়ক অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ডের মুখে। তিনি বললেন এই মুহূর্তে বিরাট একটা এনিমেশন চরিত্রে পরিণত হয়েছে। বিরাট যে ফরমেটেই খেলুক না কেন সেই ফরমেটেই সাবলীলভাবে ব্যাটিং করতে পারেন তিনি। আর বিরাটের এই দক্ষতায় তাকে অন্যান্য ব্যাটসম্যানদের থেকে আলাদা করেছে।

সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ বোলার উইলিয়ামসকে পরপর ছক্কা মারার পর বিরাট কোহলির নোটবুক সেলিব্রেশন দেখে অবাক নন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। তিনি বলেন যে এটা খেলারই অঙ্গ এতে বিরাট কোহলি কোন ভুল নেই, মাঝে মাঝে খেলোয়াড়রা নিজেদের তাতানোর জন্য এরকম অঙ্গিভঙ্গি করে থাকে ক্রিকেট মাঠে। এতে তিনি বিরাট কোহলি কোনরকম দোষ দেখছেন না বরং তিনি বিরাট কোহলির দোষ না ধরে বিরাট কোহলির ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর