বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির কমার্শিয়াল হিরো বলতে সবার আগে উঠে আসে জিতের (Jeet) নাম। সমসাময়িক বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা যখন ভিন্ন ঘরানার ছবিতেই বেশি মনোযোগ দিচ্ছেন, তখন জিৎ এখনো শক্ত করে ধরে রেখেছেন বাণিজ্যিক ছবির জয়ধ্বজা। ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার তিনি। ৩০ শে নভেম্বর জন্মদিন পালন করছেন জিৎ (Jeet)।
সাথী জিতের (Jeet) ডেবিউ ছবি নয়
জিৎ, আসল নাম জিতু (Jeet) মদনানী। না, তিনি বাঙালি নন। সিন্ধি পরিবারে জন্ম জিতের বাংলা শুনে অবশ্য সেকথা বোঝা কঠিন। অবাঙালি হয়েই বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা হওয়ার সাহস দেখিয়েছেন তিনি। ব্লকবাস্টার ‘সাথী’ ছবির হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন জিৎ (Jeet)। তবে অনেকের কাছেই ভুল তথ্য রয়েছে। টলিউডে এটা জিতের প্রথম ছবি হলেও সাথী কিন্তু তাঁর কেরিয়ারের প্রথম ছবি নয়।
ছোটপর্দা দিয়ে কাজ শুরু করেন জিৎ: আসলে অবাঙালি হলেও জিতের (Jeet) বড় হয়ে ওঠা থেকে পড়াশোনা সব কলকাতাতেই। পড়াশোনা শেষ করে তিনি যোগ দিয়েছিলেন পারিবারিক ব্যবসায়। কিন্তু তাঁর স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। প্রথমে ছোটপর্দায় কিছু কাজ করেছিলেন জিৎ (Jeet)। তারপর ভালো কাজের আশায় তিনি পাড়ি দেন মুম্বই। ২০০১ সালে বড়পর্দায় হয় তাঁর অভিষেক।
আরো পড়ুন : রাজের কোলে একরত্তি নবজাতক, মেয়ে ইয়ালিনীর জন্মদিনেই বিরাট সারপ্রাইজ ‘রাজশ্রী’ জুটির
কী ছিল জিতের প্রথম ছবি: তেলুগু ছবি ‘চন্দু’তে প্রথম অভিনয় করেন জিৎ (Jeet)। কিন্তু ছবিটি তেমন সাফল্য পায়নি। জিতেরও কাঙ্খিত স্টারডম পাওয়ার আশা অপূর্ণ থেকে যায়। এরপরেই আবারো কলকাতায় ফেরেন জিৎ। এখানেই পরিচালক হরনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি এনটিওয়ান স্টুডিওতে। জিতের (Jeet) হাতে আসে ‘সাথী’ ছবির প্রস্তাব। এই ছবিই কেরিয়ারের মোড় বদলে দিয়েছিল অভিনেতার। সাথী হিট হওয়ার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আরো পড়ুন : জামাইবাবু ইউনূসের বাংলাদেশে জ্বলছে অশান্তির আগুন! চিন্তায় বর্ধমানে অসুস্থ শ্যালক, জানালেন…..
লম্বা অভিনয় কেরিয়ারে প্রথম সারির প্রায় সব নায়িকাদের সঙ্গেই কাজ করে ফেলেছেন জিৎ। কোয়েল মল্লিক, নুসরত জাহানের মতো অভিনেত্রীরা টলিউডে পা রেখেছেন জিতের বিপরীতে অভিনয় করে। শোনা যাচ্ছে, এবার বাংলাদেশি ছবিতেও অভিনয় করতে চলেছেন জিৎ।