রাজনীতি ছেড়ে কী করবেন বাবুল? নিজেই দিলেন বিবরণ

বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির অন্দরে আলোড়ন তুলে অবসর নেওয়ার ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। শনিবার স্যোশাল মিডিয়ায় তাঁর করা কয়েকটি পোস্ট যেন নাড়িয়ে দিয়েছে রাজনীতির অন্দর। প্রথমে তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার পোস্ট, তারপর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্যত্র না যাওয়ার পোস্ট এবং পরবর্তীতে আগামী দিনে তাঁর কর্মসূচী নিয়ে বিস্তারিত বিবরণের পোস্ট- সবকিছু মিলিয়ে এখন রাজনৈতিক মহলে সুপ্রিয়বাবু প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন।

স্যোশাল মিডিয়ায় বাবুলের রাজনীতি থেকে অবসর নেওয়ার পোস্টকে কেন্দ্র করে নানা কাটাছেঁড়া হয়েছে রাজনৈতিক মহলে। কেউ কেউ বাবুলের পাশে দাঁড়ালেও, তাঁকে সমালোচনা করার লোকেরও কিন্তু অভাব হয়নি, তা দলের মধ্যে হোক কিংবা বিরোধ দলের।

তবে এসবের মধ্যেই নিজের ভবিষ্যতের কিছু পরিকল্পনা স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘আসানসোলে গান গাওয়ার টাকায় মায়ের নামে একটি মঞ্চ থেকে ত্রিপল বা কম্বল বিতরণ করবো। কোনো বন্ধুকে বলবো কিছু donate করতে বা 500 কম্বল আমার সাথে মঞ্চে দাঁড়িয়ে বিতরণ করতে’।

তিনি আরও লেখেন, ‘একটা Trauma Centre বানানোর ইচ্ছে আছে- বন্ধুপ্রতিম কয়েকজন ডাক্তারের সাথে বেশ কিছুদিন ধরে কথা হয়ে আছে। কিন্তু সক্রিয় রাজনীতিতে আছি বলে অনেকেই একটু hesitate করছে সেটা বুঝতে পারতাম- এখন হয়তো কাজটা একটু সহজ হবে। হ্যাঁ, কালকেই কি পারবো? না, একটু সময় লাগবে কিন্তু ইমরান খান যদি তার মার নামে এতো কোটি টাকার হাসপাতাল বানাতে পারে তাহলে আমি 5/10 বছরে কি কিছুই করতে পারবোনা? Don’t believe that.. অত্যাচারিত ভাই-বোনেদের পাশে Human Rights Commission কে সাথে নিয়ে লড়বো’।

babul supriyo

আবার গানে ফিরবেন বলে জানালেন বাবুল। আগামী কটা দিন গান নিয়েই থাকার প্ল্যান তাঁর। তিনি বললেন, ‘একটু সময় দিন না আমাকে  কটা গান বা শো-তেই-বা গাইবো আমি এখন | হাতে অনেকটাই সময় থাকবে’। তবে এসবের মধ্যে আবার দুটো উদাহরণও তুলে ধরলেন স্যোশাল মিডিয়ায়। যেখানে একদিকে কুণাল ঘোষ এবং অন্যদিকে দিলীপ ঘোষ, তাঁর বিষয়ে কি মন্তব্য করেছেন, তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর