হোয়াটসঅ্যাপ-এ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সংক্রান্ত ভুয়ো তথ্য, সাবধান হোন আপনিও

বাংলাহান্ট ডেস্কঃ  করোনা ভাইরাসের আতঙ্ক চিন থেকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। অনেকেই একে মহামারি বলে অভিহিত করেছেন। শুধুমাত্র চিনেই আর সীমাবদ্ধ নেই এই ভাইরাস। অস্ট্রেলিয়া, ফিলিপাইনস, জাপান সহ বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। নাগরিকেরাও রয়েছেন আতঙ্কে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপ-এ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সংক্রান্ত ভুয়ো তথ্য।

এই সব ভুয়ো তথ্যের মধ্যে একটি মাস্ক পড়ার বিষয়ে। ভাইরাস আটকাতে কী ভাবে মাস্ক পরতে হবে, তা নিয়েই এই মেসেজ। বলা হয়েছে, যদি কেউ অসুস্থ হয় এবং তার জীবাণু যাতে বাইরে না ছড়িয়া যায়, তার জন্য রঙিন দিকটা বাইরে করে পরতে হবে। কিন্তু যে সুস্থ এবং বাইরের জীবাণু শরীরে প্রবেশ করতে দিতে চায় না, তাকে সাদা দিকটা বাইরে করে পরতে হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারা জানাচ্ছেন, যে কোনও অবস্থাতেই সার্জিক্যাল মাস্ক উল্টো করে পরা উচিত নয়। সব সময় এক রঙিন দিকটা বাইরে থাকবে।

চিকিত্‍সকদের মতে সাদা দিকটা বাইরে করে পরলে তা কোনো ভাবেই ভাইরাস প্রতিরোধ করতে পারে না। একই সাথে এটা অত্যন্ত অসুবিধেজনকও। পাবলিক প্লেসে গেলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। এছাড়া ঘন ঘন হাত ধোওয়া, অসুস্থ ব্যক্তি সংস্পর্শে না যাওয়ার, সাধারণ সর্দি-জ্বর হলেও ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একই মাস্ক বড়দের পাশাপাশি ছোটরাও ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত খবর