দক্ষিণবঙ্গে কবে ঠিক ভাবে ঢুকবে বর্ষা? জানাল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: রেকর্ড ব্রেক করে এবছর ২১শে জুন দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা৷ কিন্তু এত পরে এসে ও দক্ষিণ বঙ্গের উপর সদয় হচ্ছে না বর্ষা৷ মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও, তীব্র গরমে পুড়তে হচ্ছে মানুষকে৷ বর্ষা নিয়ে এখনো ঠিক ভাবে আলোকপাত করতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণে গরম চলবে এখনও৷ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায়, আগামী বেশ কয়েকদিন চলবে এই অস্বস্তিকর অবস্থা।

কিন্তু অন্যদিকে আবহাওয়া জানিয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৫ ও ২৬ জুন। সিকিমের ক্ষেত্রেও জারি করা হয়েছে এই সতর্কবার্তা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। সোমবার পশ্চিমের বেশ কিছু অঞ্চলে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে আগামী কয়েক দিনেই কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় বাড়তে পারে তাপমাত্রা, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

সম্পর্কিত খবর