বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় সিরিয়ালের পাশাপাশি চর্চায় থাকে বিভিন্ন নন ফিকশন শোও। বিভিন্ন চ্যানেলে তাই দর্শক টানতে সম্প্রচারিত হয় নানান ধরণের নন ফিকশন। তবে বিভিন্ন গেম শো বা কুইজ শো গুলি বরাবর বিশেষ নজর কেড়েছে দর্শকদের। সান বাংলায় বিগত এক মাস ধরে সম্প্রচারিত হচ্ছে নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ (Lakh Takar Lokkhi Labh)। আর এবার আরেকবার শুরু হতে চলেছে অডিশন।
কোথায় হবে লাখ টাকার লক্ষ্মীলাভ (Lakh Takar Lokkhi Labh) এর অডিশন
প্রতিদিন এক লক্ষ টাকা জেতার সুযোগ নিয়ে শুরু হয়েছে লাখ টাকার লক্ষ্মীলাভ (Lakh Takar Lokkhi Labh)। গত ডিসেম্বর মাস থেকেই সম্প্রচারিত হচ্ছে এই নন ফিকশন শো। সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় কম সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে শোটি। এবার প্রথম পর্ব শেষে আরেক দফা অডিশন হতে চলেছে। কোথায়, কখন হবে অডিশন?
কী কী তথ্য লাগবে: সান বাংলা চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, ২৩ থেকে ২৬ শে জানুয়ারি বাগবাজার সার্ব্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে হবে অডিশন (Lakh Takar Lokkhi Labh)। দুপুর ১ টা থেকে শুরু হয়ে অডিশন চলবে রাত ১০ টা পর্যন্ত। নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে অডিশনে। এর জন্য আলাদা করে কোনো মূল্য লাগবে না।
আরো পড়ুন : বিরাট রদবদল স্টার জলসায়, ভালো টিআরপি সত্ত্বেও স্লট লিডার মেগা ছাড়ছেন নায়িকা!
পিছিয়ে পড়ছে দিদি নাম্বার ওয়ান: প্রসঙ্গত, বাংলার মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশে শুরু হয়েছে লাখ টাকার লক্ষ্মীলাভ (Lakh Takar Lokkhi Labh)। বিভিন্ন মজার খেলার মাধ্যমে প্রতিদিন এক লক্ষ টাকা জেতার সুযোগ থাকে প্রতিযোগীদের কাছে। এই শোটি শুরু হওয়ার পর থেকেই দিদি নাম্বার ওয়ান এর সঙ্গে তুলনা শুরু হয়েছে। বিশেষ করে ইদানিং দিদি নাম্বার ওয়ানের টিআরপি কিছুটা পড়তেই জনপ্রিয়তা আরো বেড়েছে সান বাংলার শোয়ের।
আরো পড়ুন : চিংড়ি-মটন থেকে পাটিসাপটা, বিয়েকেও ছাপিয়ে গেল শ্বেতা-রুবেলের রিসেপশনের মেনু
সঞ্চালনায় ফিরে সুদীপ্তা বলেন, দিদি হতে তাঁর ভালোই লাগে। তাঁর থেকে বেশি বয়সীরাও তাঁকে দিদি বলে ডাকলে সেটাকে তিনি খারাপ ভাবে নেন না। কারণ তাঁরা তাঁকে সম্মান জানিয়েই দিদি বলে ডাকেন। তবে তিনি নাম্বারিংয়ে বিশ্বাস করেন না বলেই জানান সুদীপ্তা।