মাঠ ফাঁকা হোক কিংবা ভর্তি, বিরাট কোহলি সবসময়ই সেরা; অজি স্পিনার নেথান লায়ন।

এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো বিশ্বজুড়ে জাকিয়ে বসেছে। করোনা ভাইরসের কারনে বন্ধ রয়েছে বিশ্বের সমস্ত টুর্নামেন্ট। এমন অবস্থায় মনে করা হচ্ছে যদি করোনা ভাইরাস বিশ্ব থেকে না যায় তাহলে ভবিষ্যতে ফাঁকা মাঠেই চলবে ক্রিকেট। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বছরের শেষের দিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হলে ভারত বনাম অস্ট্রেলিয়া যে সিরিজ গুলি রয়েছে সেগুলি ফাঁকা গ্যালারিতে হবে।

যদি ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজ গুলি ফাঁকা মাঠে হয় সেক্ষেত্রে কি ভারত অধিনায়ক বিরাট কোহলি সেটা মানিয়ে নিতে পারবেন? নাকি ফাঁকা গ্যালারিতে ম্যাচ হলে সেক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়বে ভারত অধিনায়ক বিরাট কোহলি? এই প্রশ্নের জবাব দিলেন অজি লেগ স্পিনার নাথান লায়ন।

অজি লেগ স্পিনার নাথান লায়ন বলেন বিরাট কোহলি হচ্ছেন একজন বিশ্বমানের ব্যাটসম্যান। তাই মাঠ ফাঁকা হোক কিংবা ভর্তি সেক্ষেত্রে বিরাট কোহলির কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। লায়নের মতে বিরাটের মত এত দক্ষ ব্যাটসম্যানকে বিশ্বের যেকোনো পরিস্থিতিতেই খেলতে দেওয়া হোক না কেন সে সব সময় নিজের সেরা পারফর্মেন্স তুলে ধরবে। তবে যদি ফাঁকা গ্যালারিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ গুলি হয় সেক্ষেত্রে সকলের নজর থাকবে এই ফাঁকা গ্যালারিতেও বিরাট কোহলি কিভাবে নিজেকে তাঁতিয়ে তোলেন এবং নিজের সেরাটা বের করে আনেন সেদিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর