সৌমিতৃষা অতীত, এখন থেকেই চর্চায় আদৃতের নতুন নায়িকা, কোন অভিনেত্রীর ভাইঝি পারিজাত, জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েকটি নতুন সিরিয়াল শুরু হওয়ার কথা জি বাংলায়। তবে এর মধ্যে একটি সিরিয়ালকে ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে দর্শকদের মাঝে। সেটি হল ‘মিত্তির বাড়ি’। আসলে এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনে কামব্যাক করছেন অভিনেতা আদৃত রায়। তাঁর বিপরীতে যিনি রয়েছেন, সেই পারিজাত চৌধুরীকে (Parijat Chowdhury) নিয়েও কম চর্চা চলছে না। মিষ্টি মুখের এই নায়িকাকে আদৃতের সঙ্গে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন সকলে। তবে আদৃতের এই নতুন নায়িকাটির আসল পরিচয় কি জানেন?

মিত্তির বাড়ি দিয়ে ডেবিউ পারিজাতের (Parijat Chowdhury)

জি বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে ‘মিত্তির বাড়ি’। মুখ্য চরিত্রে আদৃত এবং পারিজাত (Parijat Chowdhury)। ইতিমধ্যেই নায়ক নায়িকার প্রথম লুক ভাইরাল নেটপাড়ায়। বছর চারেক আগে ‘মিঠাই’ সিরিয়ালের হাত ধরে টেলিভিশনে ডেবিউ করেছিলেন আদৃত। প্রথম সিরিয়ালই তাঁকে দিয়েছিলেন পাহাড় প্রমাণ জনপ্রিয়তা। তাই এবার নতুন রূপে, নতুন নায়িকার সঙ্গে ‘উচ্ছেবাবু’কে দেখার জন্য আর তর সইছে না দর্শকদের। পারিজাতের (Parijat Chowdhury) অবশ্য এটাই প্রথম সিরিয়াল। তবে তিনি বিনোদন জগতে নতুন নন।

আরো পড়ুন : প্রাক্তনদের উপরে অমানুষিক অত্যাচার, মেরে ঐশ্বর্যর কাঁধ ভেঙে দিয়েছিলেন! সলমনের স্বরূপ প্রকাশ্যে

সিরিজে অভিনয় করেছিলেন পারিজাত

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দেখেছেন নিশ্চয়ই? সিরিজে ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে ইন্দুবালার ছোট বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন পারিজাত (Parijat Chowdhury)। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল সিরিজে। এবার তিনি পা রাখছেন সিরিয়ালে। তবে পারিজাতের আরো একটি পরিচয় রয়েছে। এক জনপ্রিয় প্রবীণ অভিনেত্রীর ভাইঝি তিনি। কে তিনি জানেন?

আরো পড়ুন : ঐশ্বর্যকে কখনো মেনেই নেননি পুত্রবধূ রূপে! বিশেষ শর্ত জারি করে রেখেছেন জয়া, ফাঁস করলেন অভিষেক

এই অভিনেত্রীর ভাইঝি নায়িকা

‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের ঠাম্মি চরিত্রে অভিনয় করছেন আলপনা সেনগুপ্ত। জানা যাচ্ছে, তাঁরই ভাইঝি পারিজাত (Parijat Chowdhury)। এবার একই চ্যানেলের দুটি ভিন্ন সিরিয়ালে অভিনয় করবেন তাঁরা। কোন সিরিয়াল কাকে টেক্কা দেবে সেটাই দেখার।

Parijat Chowdhury

মিত্তির বাড়ির প্রথম লুক এবং অভিনেতা অভিনেত্রীদের তালিকা প্রকাশ্যে আসলেও প্রোমো কবে দেখানো হবে তা এখনো জানা যায়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনের সিরিয়াল এটি। কবে থেকে কোন স্লটে দেখা যাবে আদৃত পারিজাতের মিত্তির বাড়ি, সেটাই জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর