জেনে নিন কোন দিকে মাথা করে ঘুমালে আপনার জীবনে কি পরিবর্তন আসবে

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। আবার ভুল ব্যবহারে হতে পারে মারাত্মক বিপদ।

 

বাস্তুমতে আমরা কোন দিকে মাথা করে ঘুমাই তার ওপরেও আমাদের ভাগ্য নির্ভর করে থাকে। সঠিক দিকে মাথা দিয়ে শুলে, ঘুমও যেমন ভালো হয়, তেমন জীবনও সুন্দর হয়। আবার আর্থিক দিকও সচ্ছল হয়। জেনে নিন বাস্তুমতে কোন দিকে মাথা করে ঘুমালে কেমন ফল পাওয়া যায়?

উত্তরদিক

উত্তরদিকে মৃতদেহকে মাথা দিয়ে শায়িত করা হয় বলে  এই দিকটা মাথা দিয়ে শোয়ার ক্ষেত্রে  শুভ নয়। জীবনের অনেক ভালো কিছু থেকে বঞ্চিত হতে পারেন এই দিকে মাথা দিয়ে শুলে। আক্রান্ত হতে পারেন দুরারোগ্য ব্যাধিতেও।

দক্ষিণদিক

দক্ষিণ দিকে মাথা করে ঘুমোনো  শুভ। এইদিকে মাথা করে শুলে, সম্পদ, সুখ ও সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকে এবং ঘুমও গভীর হয়।

পূর্বদিক

পুর্ব দিকে মাথা আধ্যাত্মিকতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। ছাত্র ছাত্রীদের এই দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত।

পশ্চিমদিক

পশ্চিম দিকে মাথা করে শুলে, নাম, যশ, খ্যাতি, সমৃদ্ধি অর্জন করার সম্ভাবনা থাকে। ব্যক্তি সকলের কাছে সম্মানীয় হয়ে থাকেন।

দক্ষিণপশ্চিম দিক

মূল চার দিকের থেকেও পশ্চিমে মাথা দিয়ে ঘুমানো শুভ। কারন এতে জীবনে ইতিবাচক প্রভাব আসে।

 

 

সম্পর্কিত খবর