রতন টাটা, আনন্দ মাহিন্দ্রার সঙ্গে পতাকা হাতে থাকা মহিলাকে চেনেন? ওনার পচিয় জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি নেটমাধ্যমে (Social Media) বেশ কয়েকটি ছবি তুমুলগতিতে ভাইরাল হচ্ছে। যেখানে একজন মহিলাকে দেশের অন্যতম শিল্পপতি রতন টাটা (Ratan Tata) এবং আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra)-র সঙ্গে জাতীয় পতাকা নিয়ে ছবি তুলতে দেখা গেছে। শুধু তাই নয়, বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) সাথেও ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই ওই মহিলা কে তা জানার জন্য প্রশ্ন করছেন নেটিজেনরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ওই মহিলা হলেন মুম্বাইয়ের পোস্টমাস্টার জেনারেল (PMG) স্বাতী পান্ডে। মূলত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে “Har Ghar Tiranga” কর্মসূচির আওতায় তিনি এই শিল্পপতিদের তেরঙ্গা দিতে এসেছিলেন। এমতাবস্থায়, অশ্বিনী বৈষ্ণব ডাক বিভাগের মন্ত্রী হওয়ায় তিনি এই ছবি শেয়ার করেছেন। এদিকে, স্বাতীর কাছ থেকে তেরঙ্গা নিতে পেরে গর্ব প্রকাশ করেছেন আনন্দ মাহিন্দ্রা। পাশাপাশি, এই সংক্রান্ত একটি টুইটও করেন তিনি।

স্বাতী পান্ডের পরিচয়: আপনাদের জানিয়ে রাখি স্বাতী পান্ডে হলেন একজন সিনিয়র আমলা। তিনি বর্তমানে পোস্ট মাস্টার জেনারেল পদে ভারতীয় ডাক বিভাগের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও তিনি চিলড্রেনস ফিল্ম সোসাইটির সিইও ছিলেন। সেখানে তাঁর কার্যকালের সময় ছিল ২০১৬-র এপ্রিল মাস থেকে ২০১৮-র মার্চ মাস পর্যন্ত। এছাড়া তিনি পরমাণু শক্তি বিভাগে ডাইরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমতাবস্থায়, স্বাতী পান্ডের কাছ থেকে তেরঙ্গা পেয়ে আনন্দ মাহিন্দ্রা টুইট করে জানিয়েছেন, “’Har Ghar Tiranga’ অভিযানের অংশ হিসেবে মুম্বাইয়ের পোস্টমাস্টার জেনারেল স্বাতী পান্ডের কাছ থেকে তেরঙ্গা গ্রহণ করা একটি সম্মানের বিষয়। আমাদের ডাক ব্যবস্থায় তেরঙ্গাকে উঁচু করে রাখার জন্য স্বাতীকে ধন্যবাদ। ডাক ব্যবস্থা এখনও আমাদের দেশের হৃৎস্পন্দন।”‘

ডাক বিভাগ বিক্রি করেছে ১ কোটি তেরঙ্গা: “Har Ghar Tiranga” কর্মসূচির অধীনে রতন টাটাকে তেরঙ্গা উপহার দিয়েছেন স্বাতী পান্ডে। এছাড়াও তাঁকে অভিনেতা অনুপম খেরকে তেরঙ্গা দিতে দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ১০ দিনে ১ কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ডাক বিভাগ। অত্যন্ত স্বল্পমূল্যে এখান থেকে তেরঙ্গা কেনা যাচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগ অনলাইন মারফতও পতাকা বিক্রি করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে “আজাদী কা অমৃত মহোৎসব”-এর অধীনে “Har Ghar Tiranga” কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি, ডাক বিভাগ ২০ ইঞ্চি চওড়া, ৩০ ইঞ্চি লম্বা তেরঙ্গা মাত্র ২৫ টাকায় সরবরাহ করছে। গত ১ আগস্ট থেকে ডাকঘর থেকে পতাকা বিক্রি শুরু হয়েছে। বাড়ি থেকেই ই-পোস্ট অফিস পরিষেবার মাধ্যমে একই মূল্যে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি পতাকা অর্ডার করতে পারবেন। এমতাবস্থায়, পোস্টম্যান কোনো ডেলিভারি চার্জ ছাড়াই এই পতাকাগুলিকে পৌঁছে দেবেন। দেশে এখনও পর্যন্ত প্রায় ১.৭৫ লক্ষ মানুষ এভাবে অনলাইনে পতাকা অর্ডার করেছেন বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর