হেপাটাইটিসে আক্রান্ত হয়ে চিড়িয়াখানায় মৃত্যু সাদা বাঘিনী “বীণা রানী”-র! বয়স হয়েছিল ১৭

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার দিল্লির চিড়িয়াখানা থেকে মিলল একটি বড় দুঃসংবাদ। জানা গিয়েছে, সেখানে ১৭ বছরের সাদা বাঘিনী (White Tigress) “বীণা রানী”-র মৃত্যু ঘটেছে। গত রবিবার হঠাৎ করেই খাওয়াদাওয়া বন্ধ করে দেয় বীণা রানী। যার ফলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্রুত ওই বাঘিনীর রক্তচাপ পরীক্ষার পাশাপাশি আরও কিছু পরীক্ষা করায়।

এমতাবস্থায়, সোমবার সন্ধ্যে নাগাদ বীণা রানীর টেস্টের রিপোর্ট আসে। যেটি মারফত জানা যায় যে, ওই সাদা বাঘিনীর শরীরে হেপাটাইটিসের উপসর্গ পাওয়া গিয়েছে। তবে, একাধিক চেষ্টার পরও বীণা রানীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। যার ফলে চিন্তিত হয়ে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষও। শেষপর্যন্ত মৃত্যু হয় তার।

   

এখন চিড়িয়াখানায় রয়েছে বাকি তিনটি বাঘ: মূলত, সোমবার সন্ধ্যেতেই মারা যায় বীণা রানী। এই প্রসঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, বাঘিনীটি অন্যান্য বাঘিনীর তুলনায় অনেকদিন বেঁচেছিল। তার বাবা নাম হল লক্ষ্মণ এবং মায়ের নাম যমুনা। এদিকে, আগে ওই চিড়িয়াখানায় দুই জোড়া সাদা বাঘ থাকলেও এখন বীণার মৃত্যুর পর মাত্র ৩ টি বাঘ অবশিষ্ট রয়েছে সেখানে।

জীবনকাল হয় ১৪ থেকে ১৮ বছর: এই প্রসঙ্গে চিড়িয়াখানার নির্দেশক আকাঙ্কা মহাজন (IFS) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গত রবিবার বীণা রানি কিছু খায়নি। এরপর একটি দল তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখে। সোমবার তার রক্তের নমুনা নেওয়া হয়। সেখানেই হেপাটাইটিসের উপসর্গ পাওয়া যায়। তিনি বলেন, সাধারণত সাদা বাঘের জীবনকাল ১৪ থেকে ১৮ বছর হলেও সঠিক পরিচর্যার কারণে বীণা রানী ১৭ বছর বেঁচেছিল।

৬ মাস আগেই মারা গিয়েছিল পুরুষ বাঘটি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বীণা রানী যে খাঁচায় থাকত সেখানে বিজয় নামে একটি পুরুষ সাদা বাঘও থাকত। যদিও, মাস ছয়েক আগেই মৃত্যু হয় বিজয়ের। এরপর থেকে ওই বাঘিনী একাই থাকত। বিজয়ের জন্মও দিল্লির চিড়িয়াখানাতেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, এটি হল সেই বাঘটি যে ২০১৪ সালে মাকসুদ নামে এক ব্যক্তিকে হত্যা করেছিল। মাকসুদ খাঁচার মধ্যে পড়ে গিয়েছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর