IPL 2020: কে পেল অরেঞ্জ ক্যাপ? দেখে নিন আইপিএলে রানের দিক দিয়ে প্রথম দশজন ব্যাটসম্যানের তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে অনেক বাধা বিপত্তি কাটিয়ে শুরু হয়েছিল আইপিএল (IPL 2020)। আইপিএল শুরু হওয়ার পরে অনেকেই এর বিরোধিতা করেছিলেন। অনেকেই বলেছিলেন এতে ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হতে পারেন কিন্তু সেই সব কথায় কান দেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অদম্য চেষ্টার ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

   

এবার আইপিএলে ব্যাটসম্যানদের দাপট দেখা গিয়েছে। বেশ কয়েকটি ম্যাচে 200 রানের উপর যোগ হয়েছিল স্কোরবোর্ডে। এর পেছনে গুরুতর ভূমিকা রয়েছে আমিরশাহির দুর্দান্ত পিচগুলির। এই সমস্ত পিচে সুবিধা পেয়েছে ব্যাটসম্যানরা। এবার আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন কিংস ইলেভেন পাঞ্জাব এর (Kings XI panjang) অধিনায়ক কে এল রাহুল (K L rahul)। দুর্দান্ত ব্যাটিং করার সুবাদে আইপিএলে সর্বোচ্চ রান স্কোরারও হয়েছেন তিনি। আইপিএলে 14 টি ম্যাচ খেলে কে এল রাহুল করেছেন 670 রান। সর্বোচ্চ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ (Orang cap) পেয়েছেন কে এল রাহুল।

একনজরে দেখে নিন এবার আইপিএলে রানের দিক থেকে প্রথম দশজন ব্যাটসম্যান:
1) কে এল রাহুল, কিংস ইলেভেন পাঞ্জাব, 670 রান।
2) শিখর ধাওয়ান, দিল্লি ক্যাপিটালস, 618 রান।
3) ডেভিড ওয়ার্নার, সানরাইজার্স হায়দ্রাবাদ, 548 রান।
4) শ্রেয়াস আইয়ার, দিল্লি ক্যাপিটালস, 518 রান।
6) ঈশান কিশান, মুম্বাই ইন্ডিয়ান্স, 516 রান।
6) কুইন্টন ডি’কক, মুম্বাই ইন্ডিয়ান্স, 503 রান।
7) সূর্য কুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্স, 480 রান।
8) দেবদত্ত পাডিকেল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 473 রান।
9) বিরাট কোহলি, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 466 রান।
10) এবি ডিভিলিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 454 রান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর