নতুন রেকর্ড ভারতে! মোদীর পাশে গোটা দেশবাসী, রাত ৯ টায় ৯ মিনিট জ্বললো আলো, দিয়া, বাজলো শঙ্খ, বাজি

বাংলা হান্ট ডেস্ক : আজ সমস্ত ভারতবাসী প্রমান করলো পুরো ভারত (India) নরেন্দ্র মোদির (Narendra Modi) পাশে !চীন থেকে আগত করনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। ইতালি, স্পেন, আমেরিকা, চীন ইত্যাদির মতো উন্নয়নশীল দেশগুলোও হিমশিম খাচ্ছে করোনার চোখ রাঙানিতে।

অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঢুকে পড়েছে এই ভাইরাস। এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে প্রচুর মানুষ। মৃত্যুও হয়েছে অনেক মানুষের। করোনা সংক্রমণ এড়াতে গোটা দেশজুড়ে ২৪ শে মার্চ থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই সিদ্ধান্তে তার পাশে রয়েছেন প্রত্যেকটি রাজ্য সরকার।

modi 47

প্রসঙ্গত, ২৩ শে মার্চ জনতা কারফিউ ডাকার পর দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করেছিলেন, যাতে সকলে বিকেল পাঁচটার সময় নিজেদের বাড়ি থেকে থালা-বাসন বাজিয়ে সকল ডাক্তার, নার্স, পুলিশ, মিডিয়াকর্মী, ও অন্যান্য জরুরী বিভাগের সঙ্গে জড়িত মানুষদের ধন্যবাদ জানাতে। তার কথা মতো ঘটেছিল এমনটাই। ঠিক বিকেল পাঁচটায় গোটা দেশবাসী থালা বাসন বাজানোর মাধ্যমে তাদের ধন্যবাদও জানান।

এরপর ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল দেশবাসীর কাছে অনুরোধ করেন, আর আজ রাত নটার সময় বাড়ির সব সব লাইট নিভিয়ে দেওয়ার জন্য এবং ৯ মিনিটের জন্য বাড়ির ব্যালকনি অথবা ছাদ থেকে মোমবাতি, টর্চ, দিয়া ইত্যাদি জ্বালিয়ে এই করোনা মোকাবিলায় সকলে তার পাশে রয়েছে এটা বোঝাতে।

প্রধানমন্ত্রীর এই অনুরোধের পর একাধিক ট্রোলের শিকার হন তিনি। কিন্তু আদতে দেখা গেল অন্য চিত্র! ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ রাখলেন গোটা দেশবাসী। শুধুমাত্র কিছু জরুরি পরিষেবায় ও হাসপাতাল ছাড়া দেশের ৯০% ভারতীয় ঠিক রাত নটার সময় বাড়ির সব লাইট নিভিয়ে মোমবাতি, দিয়া, ইত্যাদি জ্বালানোর মাধ্যমে মোদীজি কে বোঝান এই করোনা মোকাবিলায় তিনি একা নন,গোটা দেশবাসী তার ও রাজ্য সরকারের পাশেই রয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর