নারী সুরক্ষায় মোদির নতুন পদক্ষেপ,প্রিয়াঙ্কা ও উন্নাও কাণ্ডে যখন সরব সবাই তবে মালদা গণধর্ষণকাণ্ডে কেন নিরব বাংলা!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আর সমস্ত হাইকোর্টের বিচারকদের চিঠি লিখব। আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ওই চিঠিতে ধর্ষণ আর বিশেষ করে নাবালিকাদের সাথে ধর্ষণ মামলা দুই মাসের মধ্যে সমাধান করার জন্য আবেদন জানাবো। আমি আইন বিভাগকে এই ব্যাপারে জরুরি নির্দেশ দিয়ে দেব।”

নারী সুরক্ষায় আরও কড়া আইনের দাবি উঠল সংসদে। ধর্ষণের ঘটনা রুখতে দলমত নির্বিশেষে একজোট সব দল। কেউ বললেন, দীর্ঘসূত্রতার সুযোগ নেয় অভিযুক্তরা। তাই বিচার শেষ হোক ৬‌ মাসের মধ্যে। ‌তার জন্য গড়া হোক ফাস্ট ট্র‌্যাক কোর্ট। কারও দাবি, মৃত্যুদণ্ডই একমাত্র সাজা। অভিনেত্রী সাংসদ জয়া বচ্চনের দাবি, অন্য দেশে এমন অপরাধীদের জনতার হাতে তুলে দেওয়া হয়। এদেশেও ধর্ষকদের গণপিটুনি দিয়ে মারা হোক।

D2P dBDUcAEMwOR 1

আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) জানান, কেন্দ্র আর রাজ্য সরকার দেশে ১০২৩ টি নতুন করে ফাস্ট ট্র্যাক আদালত বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০২৩ টির মধ্যে ৪০০ টি নতুন ফাস্ট ট্র্যাক আদালত বানানোর জন্য সহমতি পাওয়া গেছে। এখন দেশে ৭০৪ টি ফাস্ট ট্র্যাক আদালত সক্রিয় আছে।

সম্পর্কিত খবর