আমির বনাম অক্ষয় দুজনেই ফ্লপ! কেন ডুবল লাল সিং চাড্ডা-রক্ষা বন্ধন? মুখ খুললেন বিশেষজ্ঞরা

বাংলাহান্ট ডেস্ক: সিনেপাড়ায় এখন চর্চায় শুধু দুটো ছবি, ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)। এর মধ‍্যে আবার আমির খানের (Aamir Khan) ছবি নিয়ে বেশি শোরগোল চলছে বলিউডে। দুটি ছবিই বয়কট করেছে দর্শকদের একটা বড় অংশ। একই দিনে মুক্তি পেয়েছিল লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধন। মুক্তির আগেই নড়েচড়ে বসেছিল বলিউড, কারণ দুই সুপারস্টারের ছবি অনেকদিন পর মুখোমুখি সংঘর্ষে নামতে চলেছে।

টিকিটের প্রি বুকিং নিয়েও চলছিল প্রতিযোগিতা। কিন্তু ছবি মুক্তি পেতে দেখা গেল অন‍্য দৃশ‍্য। দুই ছবিই শুরু থেকে ধুঁকছে বক্স অফিসে। কোনো ছবিই ৫০ কোটি ছুঁতে পারেনি এখনো পর্যন্ত। অথচ আমির খান এবং অক্ষয় কুমার (Akshay Kumar) দুজনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। আগে তাঁদের ছবি মুক্তি পাওয়া মানেই তা ব্লকবাস্টার হবেই।


কিন্তু এবারেই এমন পরিস্থিতি কেন? ট্রেড অ্যানালিস্ট অতুল মোহনের মতে, চিত্রটা ৪-৫ বছর আগে অন‍্য রকম ছিল। কারণ তখন এত সিনেমা মানুষের হাতের কাছে ছিল না। কিন্তু করোনা কালের পর দর্শকদের রুচি বদলেছে। লাল সিং চাড্ডা যে ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক তা জানতে পেরেই আর দর্শকরা দেখার আগ্রহ পাচ্ছেন না। বিনামূল‍্যেই যখন আসল ছবিটি দেখার সুযোগ থাকছে তখন রিমেক কেনই বা দেখবে মানুষ?

তিনি আরো বলেন, ফরেস্ট গাম্পের তুলনায় লাল সিং চাড্ডার স্ক্রিন টাইমও বেশি। পৌনে তিন ঘন্টার রিমেক ছবি বানানোটাই ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন ওই ট্রেড অ্যানালিস্ট।
অন‍্যদিকে রক্ষা বন্ধন ফ্লপ হওয়ার কারণ হিসাবে তাঁর মত, লাল সিং চাড্ডার সঙ্গে সংঘর্ষের ফলেই এই হাল অক্ষয়ের ছবির।

আরেক ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, আমির খান ১০০, ২০০, ৩০০ কোটির ক্লাবের সূচনা করেছিলেন। তাঁর ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এর মতো ছবিও প্রথম দিনে ৫০ কোটি টাকার বেশি ব‍্যবসা করেছিল‌। অথচ লাল সিং তুলতে পেরেছে ১০ কোটির কিছু বেশি। আমিরের নিজেকে বদলানো উচিত বলে মত তরণ আদর্শের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর