বিশ্বকাপ জেতার পরেই কেন আন্তর্জাতিক T20 থেকে অবসর নিলেন রোহিত? “মনের কথা” জানালেন হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের তারকা খেলোয়াড় রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণ করেছেন। মূলত, T20 বিশ্বকাপ জেতার সাথে সাথেই তিনি এই ঘোষণা করেন। এর পাশাপাশি বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। এদিকে, গত জুন মাসে ভারতের T20 বিশ্বকাপের জয়ের ঘটনাটি বিভিন্ন দিক থেকেই অত্যন্ত স্পেশাল ছিল।

কি জানিয়েছেন রোহিত (Rohit Sharma):

এর আগে ভারত ২০১৩ সালে MS ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এদিকে, ২০০৭ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে এই শিরোপা জেতার পর ম্যাচ শেষে অবসর নেন রোহিত শর্মা। এমতাবস্থায়, আন্তর্জাতিক T20 থেকে অবসর নেওয়ার পেছনে তাঁর বয়স প্রধান কারণ হতে পারে বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে, রবিবার ভারতীয় অধিনায়ক (Rohit Sharma) এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন। যেখানে তিনি বলেন ওই ফরম্যাটকে বিদায় জানানোর ক্ষেত্রে সেটাই ছিল উপযুক্ত সময়।

Why did Rohit Sharma retire from T20 Internationals.

রোহিত শর্মা (Rohit Sharma) জানান, “আন্তর্জাতিক T20 থেকে আমার অবসর নেওয়ার একটাই কারণ ছিল যে আমি আমার সময়টি অতিবাহিত করে ফেলেছি। আমি এই ফরম্যাটে খেলা অনেক উপভোগ করেছি। ১৭ বছর আমি খেলেছি এবং আমি ভালোও করেছি। আপনি যখন বিশ্বকাপ জিতবেন… আপনার সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। এখন সময় এসেছে আমাদের এগিয়ে যাওয়ার এবং অন্যান্য বিষয়গুলিতে ফোকাস করার।”

আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে মুকেশ আম্বানি দেখালেন আসল “পাওয়ার”, আয় করলেন ৫৩,৫৬২.৯২ কোটি

তিনি (Rohit Sharma) আরও বলেন, “এখন একাধিক ভালো খেলোয়াড় আছে যারা ভারতের হয়ে ভালো পারফর্ম করতে পারে। আমি শুধু অনুভব করেছি এটি সঠিক সময় ছিল। আমি এখনও ভারতের হয়ে তিন ফরম্যাটেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারি।”

আরও পড়ুন: IPL-এ বিশেষ নিয়ম! ভারতীয় প্লেয়ারদের চেয়ে বেশি টাকা পাবেন না বিদেশি খেলোয়াড়রা, নির্ধারণ হল বেতন

এদিকে ফিটনেসের বিষয় রোহিত (Rohit Sharma) বলেন, “ফিটনেস আপনার মনের মধ্যেই আছে। আমি একজন আত্মবিশ্বাসী মানুষ। আমি যখন প্রয়োজন তখন আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি। কখনও কখনও এটি সহজ নয়, কিন্তু বেশিরভাগ সময় আমি এটি করতে পারি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর