ভারতীয় মহিলারা স্বামীদের দু পা পিছনে হাঁটেন,কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কিংবা সরাসরি সোজা সাপটা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। যে কোনও ভাবে বিতর্কেও জড়িয়েছেন অনেকবার, কিন্তু তাতেও নিজের বক্তব্য প্রকাশ করতে কম কসুর করেন না তিনি। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ তাঁর কেরিয়ারের ওঠা নামা সমস্ত দেশবাসীর কাছেই বেশ পরিচিত। তবে এবার ভারতীয় নারীদের নিয়ে এক অকপট এবং বিস্ফোরক মন্তব্য করে আবারও সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি।

   

অনেক সময় ভারতীয় নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছেন এই মন্তব্য করা হয়, তাই তো ভারতীয় নারীরা কেন হাটা সময় তাঁদের স্বামীদের থেকে দুই পা পিছনে হাটেন? এই প্রশ্নের জবাব দিয়ে নেটিজেনদের মন জিতে নিয়েছেন বিজেপি নেত্রী। টিক টিক টক ভিডিও টুইটারে ধরা পড়েছে আর তাতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বলতে শোনা গেছে

https://twitter.com/murthykp/status/1212654411014639616

ভারতীয় সংস্কার নাকি মহিলাদের তাঁদের স্বামীদের থেকে দু পা পিছনে হাটার বিষয়টি পোষণ করেছে, এর পিছনে কারণ হল স্বামীরা যাতে চলার পথে কোনও ভাবেই ভারসাম্য হারিয়ে পড়ে না যান কিংবা সঠিক পথে এগোতে পারেন তার জন্যই স্ত্রীরা নিজেদের শক্তি দিয়ে এক ধাপ পিছনে থাকেন।

ইতিমধ্যেই সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, এর কাছ থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসা পেয়েছেন এমনকি সোশ্যাল মিডিয়ায় এটিই তাঁর মোক্ষম জবাব বলেও ভিডিও শেয়ার করা হয়েছে। কেউ কেউ বলছেন নারীদের নিয়ে যে ভুল ধারণা সকলের মধ্যে পোষণ হয়ে থাকে তা বোধহয় এবার দূর হবে।

সম্পর্কিত খবর