কেন বিজেপি তে যোগ? মুখ খুললেন পার্নো মিত্র।

বাংলা হান্ট ডেস্ক: বাংলা ছবি জগতের অতি পরিচিত মুখ পার্নো মিত্র। কিছুদিন পূর্বে রাজনীতি তে আসার সিদ্ধান্ত নেন তিনি, যোগ দেন বিজেপিতে।নানা মহলে নানা কথা উঠলেই কোনোদিন রাজনীতি তে আসা নিয়ে খোলসা করে কিছু বলেননি তিনি।তবে এবার বললেন।

‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার প্রজন্মের লোকেরা এগিয়ে আসছে। তাঁরা পরিবর্তন চান। সহকর্মীদের সাফল্যে আমি খুশি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে পরিবর্তন আসবে না। তার জন্য পথে নামতে হবে। এরপর সময় বলবে। পরিবর্তন চাইলে নিজেকেই তা আনতে হয়।’

তৃণমূল সরকার এর দিকেও কটাক্ষ র তীর ছুড়ে দেন পার্নো। তাঁর মন্তব্য, ‘আমরা এটা বুঝে গিয়েছি এরাজ্যে চাকরি নেই, শিল্প নেই। যখন পরিবর্তন এল তখন সবাই আশা করেছিলাম এবার শিল্প আসবে, পরিকাঠামো নির্মাণ হবে। উন্নতি হবে শিক্ষা, স্বাস্থ্যের। কিন্তু বদলে আমরা পেলাম শুধুই মিথ্যা আশা, দুর্নীতি। আইনিব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থার কোনও উন্নতিই হয়নি।’

পার্নোর মতে, বর্তমান রাজ্য সরকারের কাছে দাম আছে শুধুমাত্র নিজের ইচ্ছার। সাধারণ মানুষের জন্য কাজ করতে নয় বরং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে রাজ্য সরকার। তিনি আরও বলেন, ‘আমি নতুন সমাজের সাক্ষী হতে চাই। পরিবর্তন আনতে চাই। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, কলকাতার রাস্তায়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গিয়ে কাজ করব।’

সম্পর্কিত খবর