পরপর তিন ম্যাচে জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের অশ্বমেধের ঘোড়া দৌড়েই চলেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া তারপর বাংলাদেশ আর আজ নিউজিল্যান্ডকে হারিয়ে পরপর তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল, এই ম্যাচে নিউজিল্যান্ডকে তিন রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে ফেলল স্মৃতি মন্ধনারা।

এইদিন টসে জিতে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড অধিনায়ক ভারতকে প্রথম ব্যাটিং করতে পাঠায়। ব্যাটিং করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় ভারতীয় দল কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে 133 রান তোলে ভারত। ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার শেফালী ভার্মা, শেফালী ভার্মা 34 বলে 46 রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান এই দিন সেই ভাবে নিজেদের দাপট দেখাতে পারেনি।

11104138894fd61be4bf2a2eebd397509af05b2c2

কম রানের টার্গেট পূরণ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। শুরুতেই দুই ওপেনার আউট হয়ে যায়, তারপর তিন নম্বর নামা ব্যাটসম্যান মাত্র ছয় রান করে আউট হয়ে ফিরে যান। তবে শেষের দিকে নেমে কিউয়ি ব্যাটসম্যান কের 34 রানের এবং মার্টিন 25 রানের ইনিংস খেলেন। তবে এটা জেতার জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত 20 ওভারে ছয় উইকেট হারিয়ে 129 রান তোলে নিউজিল্যান্ড। ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় ওপেনার শেফালী ভার্মা।

গ্রুপ ‘এ’-র প্রথম দল এবং টুর্নামেন্টের প্রথম দল হিসাবে পরপর টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর