আবহাওয়ার খবর: এ সপ্তাহ থেকেই নামবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ

বাংলা হান্ট ডেস্ক : শীত একেবারে দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার পরেই তাপমাত্রার পারদ নামবে অনেকটাই এমনটাই সম্ভবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বঙ্গের তাপমাত্রা নামতে শুরু করেছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই। বিশেষ করে বুলবুল সরে যাওয়ার পর থেকে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠেছে। তাতেই প্রহর গুণতে শুরু করেছেন শীত প্রেমীরা, তাই শীত প্রেমীদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস।kolkata winter 28 1511843959

যদিও এখনও পুরোপুরি ভাবে শীত পড়বে না তবে এ সপ্তাহ থেকেই শীতের আমেজ শুরু হবে এমনটাই বলছে হাওয়া অফিস। তাই তো গত কয়েক দিনে শহর কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 18 ডিগ্রির আশেপাশে এবং রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে। যদিও এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা অনেকটাই নেমেছে লাগাতার তুষারপাত হচ্ছে। তবে রাজ্যের শীতের আমেজ শুরু হচ্ছে কয়েক দিনের মধ্যেই।

যদিও জাঁকিয়ে ঠান্ডা পড়বে না তবে শীতের আমেজেই খুশির হাওয়া শীতপ্রেমীদের মধ্যেই। যদিও এখন সকাল এবং সন্ধের বেলা অনেকটাই তাপ মাত্রা নামে এবং ঠান্ডার প্রভাব লক্ষ করা যায়। তবে পুরোপুরিভাবে শীতের আমেজ কিন্তু শুরু হবে আর মাত্র কয়েক দিনের মধ্যেই।

সম্পর্কিত খবর