আবহাওয়ার খবর: পশ্চিমি ঝঞ্ঝা সরতেই বঙ্গে ঢুকল শীতের আমেজ

বাংলা হান্ট ডেস্ক : ডিসেম্বরের প্রথম থেকে শীতের আমেজ শুরু হয়েছিল বঙ্গে। কিন্তু মাত্র কদিন যেতে না যেতেই স্থিমিত হয়েছিল শীতের হাওয়া। থমকে ছিল উত্তরে হাওয়া। পশ্চিমি ঝঞ্ঝার কারণ, বঙ্গ জুড়ে শীতের শুরুতেই যেন অকাল গরম শুরু হয়েছিল। টানা পাঁচ থেকে ছদিন শীতের আমেজে ভাটা পড়লেও আবারও ঢুকছে শীতের উত্তরে হাওয়া। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণ, শীতের হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল বঙ্গে। তবে সেই পশ্চিমি ঝঞ্ঝা সড়তে না সড়তেই অমনি শীত ঢোকার পথে খুলে গেছে।17 1450324860 fog 31 1477919476

তাই ঠান্ডা মেজাজ নিয়ে ঠান্ডার আমেজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢুকল বঙ্গে।  তাই শহর কলকাতার তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে। যেহেতু বুধবার জম্মু ও কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে তাই বুধবার গভীর রাত থেকে শীতের হিমেল হাওয়ার আনাগোনা শুরু হয়েছে । তবে এখনই কিন্তু শীতের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললে ভুল হয়না।

বুধবারের থেকে বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই কমেছে এক ধাক্কায়। বুধবার আকাশে গরম ভাব থাকলেও বৃহ্সপতিবার সকাল হতে না হতেই শুরু হয়েছে ঠান্ডার মেজাজ।শুধু শহর কলকাতাই নয় রাজ্যের অন্যান্য জেলাতেই পারদ কমেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা ও গরম নিয়ে মোটামুটি আবহাওয়া রয়েছে। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা এখনও যে অব্যাহত তা বোঝাই যাচ্ছে।

জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কারনে শীতের দেখা মিলছে না। তাই শীত প্রেমীদের খানিকটা হলেও মন খারাপ শুরু হয়ে গেছে। তবে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু পারদ নামার যে খুব একটা সম্ভাবনা নেও তাও প্রায় একপ্রকার নিশ্চিত। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সড়ে গেলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও রয়েছে বঙ্গে।

কিন্তু ডিসেম্বরের শেষে দিকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে, তবে শীতের স্থায়িত্ব যে বেশি দিন থাকবে না তা একপ্রকার নিশ্চিত। যেহেতু পশ্চিমি ঝঞ্ঝা বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাতেই মন খারাপ শুরু হয়েছে বঙ্গবাসীর।

সম্পর্কিত খবর