বাংলা হান্ট ডেস্কঃ পৌষ মাস পড়ে গেলেও শীতের চেনা দাপট চোখে পড়েনি। উল্টে শুরুর কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে বাংলা (South Bengal Weather)। বড়দিনেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। তবে বছর শেষের আগে ফের ‘কামব্যাক’ করতে চলেছে শীত! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে (Weather Update)।
নতুন বছরের প্রথম দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?
গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal) সেভাবে শীতের আমেজ অনুভব করা যায়নি। বরং তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই থেকেছে। সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে বেশি। রবিবারের চেয়ে সোমবারের তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ বদল আসবে না। তবে এরপর থেকেই ‘হাওয়া বদল’ হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা মোটামুটি এক থাকলেও, এরপরের ৩ দিনে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে। অর্থাৎ ১ জানুয়ারিতে শীতের আমেজ থাকবে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), গোটা বাংলা জুড়েই পারদপতন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সব জায়গা মোটের ওপর শুষ্কই থাকবে।
আরও পড়ুনঃ আরও ১০০টি…! ২৬,০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়! জোর শোরগোল রাজ্যে
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
জানা যাচ্ছে, এবারের শীতে মূলত পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ১-৪ জানুয়ারি অবধি উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে পঞ্চিমী ঝঞ্ঝা থাকবে। সেই সঙ্গেই পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চল এবং রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত আছে। যে কারণে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। ফলে পারদপতনও হচ্ছে না।
এদিকে উত্তর থেকে শুরু করে দক্ষিণ (South Bengal Weather), রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পরিলক্ষিত হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।