দারুণ খবর! পিন নম্বর ছাড়াই এটিএম থেকে টাকা তুলুন এই ভাবে

বাংলা হান্ট ডেস্ক :যত দিন যাচ্ছে ততই প্রযুক্তি উন্নত হচ্ছে এবং ততই আমাদের সুবিধা বাড়ছে। আগে যেখানে টাকা তুলতে গেলে ব্যাংকের লম্বা লাইনে দাঁড়াতে হত এখন সেই সমস্যা কার্যত দূর অস্ত। এটিএম কার্ডের দৌলতে দেশের যে কোনও প্রান্তের এটিএম থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারি আমরা।

পাশাপাশি বর্তমানে কার্ড লেস লেনদেনের সুবিধাও দিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক।তবে এবার এটিএমের মাধ্যমে টাকা তোলার নিয়মেও বড়সড় রদবদল হতে চলেছে, তিন নম্বর না থাকলেও কিংবা পিন নম্বর ছাড়াই এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নয়া নির্দেশিকা জারি হয়েছে।

যার মাধ্যমে এটিএম কার্ড গ্রাহকরা নিজস্ব এটিএম দিয়ে তিন নম্বর ছাড়াই টাকা তুলতে পারবেন। আরবিআই এর তরফে সমস্ত ব্যাঙ্কগুলির কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। তবে এও কি সম্ভব? মনে হতেই পারে। জানা গিয়েছে এই নয়া পদ্ধতির মাধ্যমেই এটিএম কার্ডের মধ্য দিয়ে টাকা তুলতে গেলে কোনও পিন নম্বর লাগবে না। গ্রাহক টাকা তুলতে গেলেই তাঁর চোখ ডিটেক্ট করবে এটিএম মেশিন।

এ ভাবেই এটিএম থেকে টাকা তুলতে সক্ষম হবে এটিএম কার্ড হোল্ডার ডা। আসলে যেভাবে বর্তমানে ব্যাংক জালিয়াতি বেড়ে চলেছে তাতে এটিএম কার্ডও এখন সুরক্ষিত নয়। ব্যাংক হ্যাকারদের পিন কোড নাম্বার দু মিনিটের কর্ম তাই তো গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবার নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

সম্পর্কিত খবর