এবার ধোনির অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন সাক্ষী, সমালোচকদের দিলেন মোক্ষম জবাব।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে এবার মনে হয় ধোনি তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। বৃহস্পতিবার সেই জল্পনা তীব্র রূপ নেয়। বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্র এটা নিয়েই আলোচনা হয় যে আজকে তাহলে ধোনি অবসর নিতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই জল্পনায় আগুন ঢেলে দেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী।

এই দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি তার টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ধোনির সাথে 2016 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটিং এর একটি ফটো পোস্ট করেন। এবং সেখানে তিনি লেখেন যে এই ম্যাচটি কোনদিনও ভোলা সম্ভব নয়, কারণ এই ম্যাচে ধোনি আমাকে এত দৌড় করেছিলেন যেন তিনি আমার ফিটনেস টেস্ট নিচ্ছেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই বলতে থাকেন যে আজকেই হয়তো মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়ে নেবেন আর বিরাট কোহলির এই ফটো পোষ্ট তারই আগাম ইঙ্গিত।

IMG 20190913 085737

আর তারপরে এই গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেছে ভারতের প্রধান নির্বাচক এমকেএস প্রসাদ এবং ধোনি পত্নী সাক্ষীকে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্ৰসাদ সরাসরি জানান যে এই ব্যাপারে আমার কাছে কোন রকম তথ্য নেই, ধোনি কবে অবসর নেবেন সেটা একান্ত ধোনির নিজস্ব ব্যাপার। তারপরেই টুইট করেন সাক্ষী তিনি বলেন একেই বলে গুজব কোনরকম কারণ ছাড়াই অহেতুক ধোনির জল্পনা প্রসঙ্গে গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

এছাড়া ভারতবর্ষের বিখ্যাত দাবাডু বিশ্বনাথন আনন্দ বলেন যে ধোনির কাছে ভারতীয় দলকে দেবার মতো কিছু নেই এবং ভারতীয় দল থেকে পাওয়ার মত কিছু নেই। ধোনি সব কিছু পেয়ে গেছেন ভারতীয় ক্রিকেট থেকে তাই এখন যদি ধোনি অবসর নিয়ে নেন তাহলে সেটা অস্বাভাবিক কিছু হবেনা। এর থেকে বোঝা যায় যে ভারতীয় দল নির্বাচনের দিনেও দিনভোর চলল ধোনির অবসর নিয়ে আলোচনা। অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের মুখ্য আকর্ষণীয় বিষয় হল ধোনি কবে অবসর নেবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর