একটা, দুটো না! একসাথে ছয় সন্তানের জন্ম দিলেন মহিলা! হতবাক ডাক্তার এবং পরিবারের লোক

বাংলা হান্ট ডেস্কঃ আপনি প্রায়ই শুনেছেন যে, এক মহিলা দুটি সন্তান প্রসব করেছে। কিন্তু এটা কি শুনেছেন যে, মহিলা একটা, দুটো না একসাথে ছয়টি বাচ্চার জন্ম দিয়েছে? এই ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh), যেখানে গর্ভবতী মহিলা এক সময়ে এক সাথে ছয়টি বাচ্চার জন্ম দিয়েছেন।

1 29

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের শেওপুর (Sheopur) জেলার সরকারি হাসপাতালে গর্ভবতী মূর্তি বাই (Murti Bai) ডেলিভারির জন্য পৌঁছান। ডাক্তার সেই সময় অবাক হয়ে যান যখন মহিলার গর্ভে একসাথে ছয়টি বাচ্চা দেখতে পান। ডাক্তারের অক্লান্ত চেষ্টার পর মহিলা একসাথে ছয়টি বাচ্চা জন্ম দেন।

4 4

যদিও যেই ছয়টি বাচ্চা প্রসব করেন তিনি, সেগুলোর ওজন সামান্য বাচ্চাদের থেকে কম। আর দুটি সন্তানের পৃথিবীর আলো দেখার পরেই মৃত্যু হয়ে যায়। আর চারটি বাচ্চাকে এসএনসিইউ-য়ে ভর্তি করানো হয়। ডাক্তাররা ওই বাচ্চাদের স্বাস্থের উপর কড়া নজর লাগিয়ে আছে।

3 20

মহিলার একসাথে এতগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর ডাক্তারের সাথে সাথে হাসপাতালের কর্মচারীরা অবাক হয়ে যান। ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা এটিকে দুর্লভ ঘটনা বলেন। আপনাদের জানিয়ে দিই, হাসপাতাল প্রশাসন যখনই প্রসূতির একসাথে ছয়টি বাচ্চা জন্ম দেওয়ার কথা প্রসূতির পরিবারকে জানায়, তখন তাঁরা এটি মানতে রাজি হয়নি।

phpThumb generated thumbnail

হাসপাতালে একসাথে ছয়টি বাচ্চার জন্ম হওয়ার খবর গোটা জেলায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। আপাতত ডাক্তার চারটি জীবিত বাচ্চার চিকিৎসা করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর