গোহত্যার খবর দেওয়ায় মহিলা সাংবাদিকের উপর হামলা ভিড়ের, উঠেছে শ্লীলতাহানির অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের (Karnataka) হাসন জেলায় ক্ষিপ্ত ভিড় এক মহিলা সাংবাদিককে হামলা করে, কারণ ওই মহিলা সাংবাদিক এলাকায় অবৈধ রুপে গোহত্যা করার খবর দিয়েছিল। এই ঘটনা হাসন জেলার পেনশন মহল্লায় ঘটেছে। অভিযোগ, হাসাওন বাবু আর রেহমান অবৈধ ভাবে কসাইখানা চালাচ্ছিল। এরা দুজনেই পশুর চোরা চালানকারী মামলায় অভিযুক্ত। মহিলা সাংবাদিক খবর পেয়েছিল যে, এদের কসাইখানায় অবৈধ ভাবে ১০০ গরু রাখা হয়েছিল।

মহিলা সাংবাদিক পশু প্রেমী আর পুলিশ অফিসারদের সাথে চারটি অবৈধ কসাইখানা আর পাঁচটি গরুর হোডিং স্পটে যাওয়ার চেষ্টা করে।

ওনারা পশুদের বাঁচানোর জন্য অবৈধ কসাইখানা খোলার চেষ্টা করে, তাঁদের এই কাজে ক্ষিপ্ত জনতা মহিলা সাংবাদিকের উপর হামলা করে দেয়। এটাই অভিযোগ উঠেছে যে, ভিড় মহিলা সাংবাদিকের শ্লীলতাহানিও করে, এর সাথে সাথে মহিলা সাংবাদিককে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

মহিলা সাংবাদিকের সাথে থাকা দল কয়েকটি পশুকে বাঁচাতে সক্ষম হয়, আর বাকি পশু গুলো হাসান বাবু আর রহমান লুকিয়ে ফেলে। এই মামলায় অরসীকর টাউন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় তিনমাস আগে হাসন জেলার অরসীকর টাউনে কয়েক টন পশুর দেহ সার্বজনীন স্থানে ফেলে দেওয়া হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর