খাস কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়েছিলেন মহিলা, উল্টে তাকেই আটক করল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে উল্টে নিজেই আটক হলেন রাসবিহারীর বাসিন্দা সুমিতা বন্দ্যোপাধ্যায়। পেশায় সমাজকর্মী হিসেবেই পরিচিত সুমিতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সরোবর থানায় তাঁর উপর শ্লীলতাহানির অভিযোগ জানাতে গেলে, উল্টে পুলিশই তাঁকে আটক করে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত রবীন্দ্র সরোবরের সাফারি পার্কে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সরোবরের সাফারি পার্ক এলাকায় গেলে, সেখানেই তাঁকে অপমানিত হতে হয়। রাসবিহারীর বাসিন্দা সুমিতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানকার কয়েকজন চা বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলেন, তখন আচমকাই ৭-৮ জন যুবক তাঁর উপর চড়াও হয়ে অশোভন আচরণ করেন।

   

ঘটনার প্রতিবাদ স্বরূপ রবীন্দ্র সরোবর থানায় শ্লীলতাহানির অভিযোগ জানাতে গেলে, প্রথমটায় তাঁর কথায় আমল দেয় না উপস্থিত পুলিশকর্মীরা। শুধু তাই নয়, অভিযোগ নিতে অস্বীকার করে এবং পরবর্তীতে সুমিতা বন্দ্যোপাধ্যায়কেই আটক করেন পুলিশ কর্মীরা।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সেইসঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন সুমিতা এবং তাঁর পরিচিতরা। তবে এই ঘটনার বিষয়ে পুলিশের দিক থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর