মহিলারা টপলেস অবস্থায় বেরোলেন রাস্তায়, অন্যদিকে পুরুষরা পরলেন ব্রা, অভিনব প্রতিবাদ মিছিল জার্মানিতে

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবাদের ভাষা কিছুটা আলাদা হলে তবেই তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। সে যাদবপুরের হোক কলরব হোক কিম্বা হোক চুম্বন। এবার জার্মানিতেও দেখা গেল একটি অভিনব প্রতিবাদ মিছিল। জার্মানির রাজধানী বার্লিনে উর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত রেখে একটি সাইকেল র‍্যালিতে যোগদান করলেন মহিলারা। অন্যদিকে পুরুষরা পরলেন ব্রা।

ইন্টারনেটে এখন রীতিমত ভাইরাল হচ্ছে এই মিছিলের ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে সারিবদ্ধ ভাবে সাইকেলে চেপে এগিয়ে চলেছেন বেশকিছু মহিলা এবং পুরুষ। মহিলারা প্রত্যেকেই টপলেস অবস্থায় বেরিয়ে পড়েছেন রাস্তায়। অন্যদিকে পুরুষদের শরীরে রয়েছে ব্রা। কিন্তু কেন এই অভিনব প্রতিবাদ?

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, কয়েকদিন আগে এক ফরাসি মহিলা তার দুই সন্তানকে নিয়ে পার্কে বেড়াতে যান। পার্কে ঢোকার সময় তিনি পড়েছিলেন স্যুইম-স্যুট বা সাঁতারের পোশাক। সে সময় স্বাভাবিক ভাবেই তাকে ঢুকতে দিতে কোনো রকম বাধা দেয়নি নিরাপত্তারক্ষীরা। কিন্তু বেশ কিছুক্ষণ পার্কে থাকার পর সানবাথ নেবার জন্য সুইমিং পুলের পাশে নিজের টপটিও খুলে রাখেন ওই মহিলা।

এই ঘটনা দেখার পর নিরাপত্তারক্ষীরা তার কাছে ছুটে আসেন এবং বারবার তাকে বুক ঢেকে ফেলতে বলেন। মহিলার প্রশ্ন ছিল, পুরুষরা যদি উর্ধ্বাঙ্গ খুলে রেখে ঘুরে বেড়াতে পারে তাহলে তিনি কেন পারবেন না? এরপর মহিলার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় রক্ষীদের। শেষ পর্যন্ত তাকে পার্ক থেকে ফিরে যেতে বাধ্য করা হয়। এরই প্রতিবাদে এদিন বার্লিনের রাস্তায় সাইকেল র‍্যালিতে যোগদান পড়েন ওই পুরুষ এবং মহিলারা। শুধু যে মহিলারা টপলেস অবস্থায় র‍্যালিতে অংশগ্রহণ করেন তাই নয় তাদের গায়ে লেখা ছিল “মাই বডি মাই চয়েস” অর্থাৎ আমার শরীর আমার পছন্দ। অভিনব এই প্রতিবাদ দেখে একদিকে যেমন হতবাক সকলে, তেমনি সোশ্যাল মিডিয়ায় লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে করা এই প্রতিবাদের ছবি এখন রীতিমতো প্রশংসিত হচ্ছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর