ঐতিহাসিক! লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল, পক্ষে ৪৫৪, বিপক্ষে মাত্র ২টি ভোট

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ আলোচনার পর লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill)। ‘নারী শক্তি বন্দন’ এই বিলের পক্ষে ভোট পড়েছে ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়েছে মাত্র দুটি ভোট। উল্লেখ্য, কংগ্রেস (Congress), তৃণমূল (TMC)-সহ একাধিক বিরোধী দল এই বিলকে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত, এই বিল বিরোধীদের দ্বারা সমর্থন করা হলেও কংগ্রেসের দাবি, মহিলা সংরক্ষণ বিল তাদের আমলেই প্রথম প্রস্তাবিত হয়েছিল। এই নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন শাসক-বিরোধী পক্ষের মধ্যে হই-হট্টগোল হয়। মঙ্গলবার এই বিলটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘হয়তো ভগবান আমাকে নারীদের অধিকার দেওয়া এবং ক্ষমতা দেওয়ার মতো পবিত্র কাজের জন্য বেছে নিয়েছেন। আবারও আমাদের সরকার এই দিকে পদক্ষেপ নিচ্ছে। নারী শক্তিকে নীতি প্রণয়নের সম্পৃক্ত করা খুবই জরুরি। এর উদ্দেশ্য হল লোকসভা এবং বিধানসভায় নারীদের অংশগ্রহণ সম্প্রসারণ করা। এই বিল বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬ সালে প্রথমবারের জন্য এই সংক্রান্ত বিল আনা হয় অটলজির আমলে। মহিলা সংরক্ষণ বিল বেশ কয়েকবার পেশ করা হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন কোনও কারণে অপূর্ণ থেকে যায়।’

এদিকে এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, ‘কংগ্রেস আমলে এই বিলটি আনা হয়েছিল। উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।’ কিন্তু এরই প্রতিবাদ জানান শাসকদলের সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অধীর রঞ্জন চৌধুরী অসত্য তথ্য দিচ্ছেন। উল্লেখ্য, ২০০৮ সালে মহিলা সংরক্ষণ বিলের খসড়া তৈরি করেছিল কংগ্রেস। এরপর এই বিল রাজ্যসভায় পাশ হলেও লোকসভায় পাশ হয়নি।

এদিকে বুধবার ওবিসি সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi)বলেন, ‘সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। আমার মতে এই বিলে ওবিসিদের সংরক্ষণ সংযুক্ত করা উচিত ছিল। কারণ ভারতের জনসংখ্যার একটা বড় অংশ অনগ্রসর শ্রেণির।’

modii

এই বিল অনুযায়ী, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এদিকে তপশিলি জাতি বা উপজাতিদের জন্য বরাদ্দ আসনের মধ্যেও এক-তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।


Avatar
Monojit

সম্পর্কিত খবর