টাইমলাইনখেলাক্রিকেটIPL

প্রকাশিত হলো মহিলা IPL-এর অকশন লিস্ট, ভেন্যু ও সময়! কত বেস প্রাইস তিতাস, রিচা, হৃষিতাদের?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘোষিত হলো মহিলা আইপিএলের দিনক্ষণ, ক্রিকেটার অকশন লিস্ট এবং ভেন্যু। বিসিসিআই পরিকল্পিত মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণটি মার্চ মাসের ৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত খেলা হবে৷ গোটা টুর্নামেন্টটি মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং দি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে আয়োজিত হবে। এই টুর্নামেন্টে মোট ২২ টি ম্যাচ খেলা হবে৷

crockex

এই মহিলা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারিতে, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। গোটা বিশ্বের মোট ৪০৯ জন মহিলা ক্রিকেটারকে রেখে এই প্লেয়ার্স তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও এই নিলামের জন্য ১৫২৫ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকায় ৪০৯ জন খেলোয়াড় জায়গা পেয়েছে।

স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরের, দীপ্তি শর্মা, রেণুকা সিংদের পাশাপাশি ভারতকে অনুর্দ্ধ ১৯ মহিলা বিশ্বকাপ জেতানো শেফালী ভার্মার বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের ৩ বঙ্গকন্যার নামও এই তালিকায় আছে। তাদের পাশাপাশি বাকি বাঙালি ক্রিকেটারদের মধ্যে কতজন এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন এবং তাদের বেস প্রাইস নীচে তুলে ধরা হলো:

বাঙালি খেলোয়াড়দের তালিকা ও তাদের ভিত্তি মূল্য:

● রিচা ঘোষ (৫০ লক্ষ)
● সুকন্যা পারিদা (৩০ লক্ষ)
● গৌহর সুলতানা (৩০ লক্ষ)
● তিতাস সাধু (১০ লক্ষ)
● হৃষিতা বসু (১০ লক্ষ)
● ধারা গুজ্জর (১০ লক্ষ)
● ষষ্ঠী মন্ডল (১০ লক্ষ)
● পর্ণা পাল (১০ লক্ষ)
● ঝুমিয়া খাতুন (১০ লক্ষ)
● মিতা পাল (১০ লক্ষ)
● শাইকা ইশাক (১০ লক্ষ)

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker