‘ওয়ার্ক ফ্রম হোমই ভবিষ্যত’, কর্মদক্ষতা বাড়াতে ‘কাজের ফ্লেক্সিবেল টাইমিং’-এর মতো একাধিক পরামর্শ মোদির

বাংলাহান্ট ডেস্ক : শ্রমশক্তি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ কথা বেশ ভালভাবেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর তাই শ্রমশক্তির সুবিধার জন্য বিভিন্ন কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজন নমনীয় কর্মক্ষেত্র, নির্দিষ্ট সময়সীমা এবং ওয়ার্ক-ফ্রম হোমের (Work From Home) উপযুক্ত পরিবেশ। ঘড়ির কাঁটা মিলিয়ে জোর করে কর্মীদের কাজ করালে উন্নতির বদলে কর্মের গুনগত মান নিম্নমুখী হয়। মহিলাদের কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার শ্রম মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত জাতীয় কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সমস্ত রাজ্যের শ্রমমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারতের স্বপ্ন পূরণে এবং অমৃতকালে দাঁড়িয়ে ভারতকে উন্নত দেশে পরিণত করার পিছনে দেশের শ্রমশক্তির বিরাট অবদান রয়েছে। দেশের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে বর্তমানে কোটি কোটি কর্মীরা রয়েছেন, যাদের অবদান অনস্বীকার্য।’

wp6728052

দেশের শ্রমিক শ্রেণির জীবন সুরক্ষিত করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রম-যোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মতো একাধিক প্রকল্প রয়েছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যোজনাগুলির মাধ্যমে দেশের শ্রমশক্তির কঠোর পররিশ্রম ও অবদানকেই স্বীকৃতি জানানো হয়েছে বলেও জানান তিনি। একাধিক রিপোর্ট সামনে এনে তিনি বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে এমার্জেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিম করোনাকালে দেড় কোটি কাজকে সুরক্ষিত করেছে। বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে দেশ তার শ্রমশক্তিকে সাহায্য করছে। একইভাবে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে শ্রমিক-কর্মীরা নিজের পূর্ণ কর্মক্ষমতাকে আবারও কাজে লাগিয়েছেন। বর্তমানে ভারতের অর্থনীতি আরও একবার উন্নতির শিখরে উঠতে চলেছে। এর কৃতিত্ব দেশের শ্রমশক্তিরই।’

প্রধানমন্ত্রী মোদী জানান, কেন্দ্রের ই-শ্রম পোর্টাল কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে বিশেষ ভূমিকা পালন করছে। মাত্র এক বছরের মধ্যেই দেশের ৪০০টি প্রান্ত থেকে ২৮ কোটি শ্রমিক এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই পোর্টালের মাধ্যমে বিশেষ করে পরিযায়ী শ্রমিক, নির্মাণকর্মী, ঠিকা কর্মী ও বাড়িতে কর্মরত মহিলারা উপকৃত হয়েছেন। প্রত্যেক রাজ্যের শ্রম পোর্টালের সঙ্গে কেন্দ্রের ই-শ্রম পোর্টালের সংযুক্তিকরণের পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।

26 260475 hd indian prime minister narendra modi wallpaper narendra

শ্রম আইন নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও এদিন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শ্রম আইনকে আরও সহজ সরল করে এবং শ্রমিক-কর্মীদের আয় বাড়িয়ে, কাজের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার মতো সুবিধাগুলিকে নিশ্চিত করাই লক্ষ্য। মহিলা কর্মীদের সুবিধার উপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। মহিলাদের সুবিধা মতো কাজের সময় ও কর্মস্থল বেছে নেওয়ার সুযোগ দেওয়া এবং ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়া হলে, দেশের শ্রম ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনই বহু মহিলার কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর