করোনার সাথে লড়াইতে ভারতেকে ওয়ার্ল্ড ব্যাংক দিতে পারে ৭৫০০ কোটির সাহায্য

গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।আর এবার বিশ্বব্যাংক চার বছরের স্বাস্থ্য প্রকল্পের জন্য ভারত সরকারকে ১ বিলিয়ন ডলার দেওয়ারও প্রস্তাব করেছে। যদিও এর আগে পিএম কেয়ারে অনেকেই টাকা দান করেছেন ।

   

আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।বিশ্ব ব্যাংকের এই চার বছরের প্রকল্পের উদ্দেশ্য মহামারীর সময়ে ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রস্তুতি বিকাশ করা।

এর আগে রতন টাটা, মুকেশ আম্বানি, অক্ষয় কুমার, আরো অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছিলেন যে তিনি তহবিলে এক মাসের বেতন দান করবেন। আর এবার সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা সাহায্য করেছেন।

প্রকল্পের নথি অনুসারে, এই প্রকল্পটি ভারতে স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। যাতে ভারত কোভিড -১৯ এর হুমকি থেকে বাঁচতে পারে। করোনা এমন ভয়ানক পরিস্থিতি করে তুলেছে তাতে অনুমান এই রোগ অনেকদিন ধরে ভোগাতে পারে। আর ভবিষ্যত এর কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে বিশ্ব ব্যাংক।

সম্পর্কিত খবর