বিহারে তৈরি হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির! মন্দিরের ভিতর তৈরি হবে উচ্চতম শিবলিঙ্গ

সকল রাম ভক্তদের জন্য সুখবর। এবার বিহার রাজ্যের বুকে তৈরি করা হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির (Ram Mandir)। শুধু তাই নয়, এই মন্দিরের ভিতর বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে বলেও জানা গিয়েছে।কথিত আছে, সীতাকে বিবাহ করে জনকপুর থেকে অযোধ্যা ফেরার সময় বিহারের পূর্ব চম্পারণের জানকি নগরে এসে থামে রামের শোভাযাত্রা।

বিহারের এই স্থানটি অযোধ্যা থেকে জনকপুরের মধ্যেই পড়ে আর এবার সেই স্থানটিকেই ভিত্তি করে নির্মাণ করা হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির। জানা গিয়েছে, এই মন্দিরটির উচ্চতা হবে 270 ফুট যা হিন্দু মন্দির গুলির মধ্যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম হবে বলে দাবি করা হয়েছে। মন্দিরের দৈর্ঘ্য 1080 ফুট এবং প্রস্থ 540 ফুট করা হতে চলেছে। এই মন্দির সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

বিহারের পাটনার মহাবীর মন্দির ট্রাস্ট দ্বারা রামের এই বৃহত্তর মন্দির প্রতিষ্ঠা করা হতে চলেছে এবং এই কাজের দায়িত্ব বর্তমানে দেওয়া হয়েছে নয়ডার এক সংস্থা এসবিএল কনস্ট্রাকশনের হাতে। মহাবীর মন্দির ট্রাস্টের সচিব আচার্য কিশোর কুণাল বলেন, “বিশ্বের বৃহত্তম এই মন্দির তৈরি করতে মোট 500 কোটি টাকা খরচ হবে। এই মন্দিরটির তিন দিক দিয়ে রাস্তা হবে।”

এছাড়াও তিনি বলেন, “এই মন্দিরে বিশ্বের সব থেকে বৃহৎ শিবলিঙ্গ তৈরি করা হবে। কালো গ্রানাইট দিয়ে আমরা এটি তৈরি করতে চলেছি এবং এর ওজন 250 টন এবং উচ্চতা হবে 33 ফুট। এই শিবলিঙ্গটি বর্তমানে তামিলনাড়ুর মহাবলীপুরমে তৈরি করা হচ্ছে।” বলে রাখা ভালো, বর্তমানে তাঞ্জরে অবস্থিত শিবলিঙ্গ বিশ্বের সবচেয়ে উচ্চতম হিসেবে গণ্য করা হয়। তবে ভবিষ্যতে বিহারে নির্মিত শিবলিঙ্গ সর্ববৃহৎ হতে চলেছে বলে এদিন মত প্রকাশ করেন আচার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর