স্বপ্ন – দুঃস্বপ্নের মাঝে বিশ্বকাপ

 

অজয় রায়, বাংলা hunt :২০১৫ এর ২০ শে মে, এ্যডিলেডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম‍্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া – পাকিস্তান।স্কোর কার্ডে নজর রাখলে নিতান্ত সাধারন ম‍্যাচ হতে পারে।দেখে মনে হবে পাকিস্তানের দেওয়া ২১৩ রানের টার্গেট মাত্র চার উইকেট খুঁইয়ে ৩৩.৫ ওভারে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু ম‍্যাচে একসময় অজিদের মনে এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করেছিল পাক পেসার ওয়াহাব রিয়াজ।ওয়াটসনের বিপক্ষে তার আগুনে পেস বোলিং মনে রেখেছে সকলে।সেই দিন ওয়াটসনকে রিয়াজের এক একটা বাউন্সার মনে ভয় তৈরি ক‍রেদিয়েছিলো।এমনকি একবার আউট হয়েও যাচ্ছিলেন শেন, কিন্তু ইরফান ক‍্যাচ ফেলায় রিয়াজের এই ম‍্যাচের স্বান্তনা স্বরূপ উইকেট টি আর তুলে নেওয়া হয়নি‌।হলে হয়তো এইদিন ম‍্যাচের বলটা বাড়িতে নিয়ে আসতো এই পাক পেসার।

   

 

ম‍্যাচের পর রাতারাতি লাইমলাইটের আলোয় চলে আসে রিয়াজ।ইংল্যান্ড তারকা কেভিন পিটারসন টুইট করেন, ” best spell of bowling by a foreigner on aussie soil for years ” . এমনকি তার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারা।

এরপর কেটে গেছে বছর চারেক।ফের দোরগোড়ায় এসে হাজির আরও একটা বিশ্বকাপ।কিন্তু পাকিস্তানের প্রাথমিক দলে নেই রিয়াজ।এমনকি পাক দলেও অপ্রাসঙ্গিক তিনি।২০১৭ এর চ‍্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর তাকে আর দেশের জার্সি গায়ে দেখা যায়নি সীমিত ওভারের ক্রিকেটে।শুধু মাত্র তাই নয়, দেশের হয়ে শেষ প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ২০১৮ সালের অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

a6b22 img 20190523 wa0081

তার প্রতি খানিকটা রুষ্ট ছিলেন পাক কোচ মিকি আর্থার।গতবছর এপ্রিলে রিয়াজের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মিকি।সে সময় এই পাক পেস বোলারের ” ওয়ার্ক এথিক্স “নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি ।শুধু তাই নয়, পাকিস্তানের হয়ে গত দুই বছরে একটিও ম‍্যাচ জেতেনি রিয়াজ ,এমনটাই অভিযোগ তুলেছিলেন সে।

দলে সুযোগ না পাওয়া প্রায় নিশ্চিত ঠিক এমন একটা সময় সদ‍্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বোলিং লাইন আপের হতশ্রী পারফরম্যান্স নতুনভাবে ভাবতে বাধ্য করে পাক ক্রিকেট কর্তাদের।ফের আরেকবার দলে সুযোগ পেলেন রিয়াজ।

দলে সুযোগ পেয়ে খানিকটা আবেগি এই পাক পেসার ,জানিয়েছেন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার বিষয়টি প্রায়শই স্বপ্নে এসেছে তার।দেখেছেন কোচ মিকি আর্থার এবং অধিনায়ক সরফরাজ আহমেদ তাকে কখনও দলে নেওয়ার জন্য ফোন করেছেন আবার কখনও বাদ দিয়ে দিয়েছেন ! অর্থাৎ চেতনে – অবচেতনে সর্বদা বিশ্বকাপে দেশের জার্সি গায়ে নেমে পড়ার বিষয়টি মাথায় কাজ করেছে রিয়াজের এদিন তা তার কথায় স্পষ্ট।পাশাপাশি জানিয়েছেন মিকি কে ভুল প্রমাণিত করতে বদ্ধপরিকর তিনি।

দেশের জার্সি গায়ে এবারও কি কোনও ব‍্যাটসম‍্যানের মনোবল ভেঙে দিতে পারবেন এই পাক তারকা ? পারবেন একেবারে শূন‍্য থেকে শুরু করে শীর্ষে শেষ করতে? হ‍্যা বলা না গেলেও অসম্ভব বলা যায়না।

সম্পর্কিত খবর