কাতার ম্যাচের আগে ৪৩ জন ফুটবলারকে শিবিরে ডেকে নিলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ, দেখে নিন কে কে রয়েছে তালিকায়।

আগামী 26 শে মার্চ ভুবেনেশ্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত মুখোমুখি হবে কাতারের। আর তার আগে জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ 43 জন ভারতীয় ফুটবলারকে ডেকে নিলেন প্রস্তুতি শিবিরে। তারপরই 31 শে মার্চ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে তাজাকিস্তানের।

কাতার ম্যাচের আগে জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ দু’দফায় শিবির করবেন ভুবনেশ্বরে। প্রথম শিবির হবে 9 ই মার্চ এবং দ্বিতীয় শিবির হবে আই এস এল ফাইনাল ম্যাচের পর অর্থাৎ 16 ই মার্চ। এই দুই শিবিরে জাতীয় দলের ফুটবলার জেজে এবং সন্দেশ ঝিঙ্ঘানকে ডেকে নিয়েছেন কোচ ইগর স্টিমাচ। এছাড়াও আইএসএলে ভালো খেলার দৌলতে বেশ কয়েকজন ফুটবলার সুযোগ পেয়েছেন এই শিবিরে, তাদের মধ্যে এটিকে দলের বেশ কয়েকজন রয়েছেন।

IMG 20200228 183102

9 ই মার্চ থেকে জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন এই 23 জন ফুটবলার:

গোলকিপার: শুভাশিস রায় চৌধুরী, অমরিন্দর সিং, মহমম্দ রফিক আলি সর্দার।
ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্ঘান, প্রতীক প্রভাকর চৌধরি, আদিল খান, শুভম সারাঙ্গি, নরেন্দর, শুভাশিস বোস।
মিডফিল্ডার: নিখিল পূজারী, রাউলিন বর্জেস, ভিনিত রাই, রেনিয়ার ফার্নান্ডেজ, মাওইহামিঙ্গথাঙ্গা, আমরজিত্ সিং, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং,নন্দকুমার শেখর, লালেঙ্গমিয়া, হোলিচরন নার্জারি।
ফরোয়ার্ড: জেজে লালপেখলুয়া, ফারুক চৌধুরী, লিস্টন কোলাসো

১৬ মার্চ থেকে জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন আরও ২০ জন ফুটবলার:
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, প্রভুস্কান গিল, বিশাল কেইথ।
ডিফেন্ডার: প্রবীর দাস, প্রীতম কোটাল, সুমিত রাঠি, রাহুল ভেকে, নিশু কুমার, মন্দার রাও দেশাই, সেরিটন ফার্নান্ডেজ।
মিডফিল্ডার: উদান্ত সিং, এডউইন সিডনি ভানুসপাল, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, জ্যাকিচাঁদ সিং,আশিক কুরুনিয়ান, লালিয়ানজুয়ালা ছাঙতে।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, সোসুই রাজ মাইকেল, মনভীর সিং।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর