কে এই লাস্যময়ী?বিশ্বকাপে ধরা দেবে এই ধারাভাষ্যকার

বাংলা হান্ট ডেস্কঃ

বেশিরভাগ দেশই প্রথম ম্যাচ খেলে ফেলেছে।শুরু হয়ে গেছে বিশ্বকাপ।আজ খেলা পাকিস্তান ও ইংল্যান্ডের। এবার বিশ্বকাপে নজর কাড়ছেন যারা তাদের মধ্যে অন্যতম এই ভাষ্যকার।

 

একাধারে তিনি পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক।জয়নাব আব্বাস নামে এই সুন্দরী তরুণীর মা পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত। জয়নাব জনপ্রিয়তার মুখ দেখেন পাকিস্তানি লীগের সময় থেকে। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ‘ন্যাশনাল লাকি চার্ম’ পুরস্কার পান তিনি।

3874f img 20190603 wa0020

সম্প্রতি অভিনয়ের অফারও তিনি পেয়েছেন। মডেলিং করেছেন কিছু বিজ্ঞাপনী ছবিতে। মনীশ মালহোত্রার ফ্যাশন র্্যাম্পেও হেঁটেছেন। এবার তাকে প্রত্যক্ষ করার পালা দর্শকের।


সম্পর্কিত খবর