
বাংলা হান্ট ডেস্কঃ সদ্য শেষ হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর প্রথম সংস্করণ। এই বার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এরই মধ্যে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। তবে এবার পয়েন্ট সিস্টেমে অনেক পরিবর্তন এসেছে।
গতবার আইসিসির বিশ্ব টেস্টের পয়েন্ট সিস্টেম নিয়ে অনেকেরই অনেক অভিযোগ ছিল। বেশ কিছু দেশের ক্রিকেট বোর্ড আইসিসির পয়েন্ট সিস্টেম নিয়ে অভিযোগ তুলেছিলেন। আর সেই কারণেই এবার পয়েন্ট সিস্টেমে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে আইসিসি। আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, ‘গতবার ছিল প্রথম সেই কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা এই ব্যাপারে অনেক ফিডব্যাক পেয়েছি। আর সেই কারণে এবার পয়েন্ট সিস্টেমে পরিবর্তন এনেছে।’
🔸 12 points available every match, irrespective of series length
🔸 Teams to be ranked on percentage of points wonThe new points system for #WTC23 is revealed 🔢 pic.twitter.com/9IglLPKRa1
— ICC (@ICC) July 14, 2021
এবার থেকে প্রত্যেক টেস্ট ম্যাচে জয়ী দল পাবে 12 পয়েন্ট, সিরিজ টাই হলে দুই দলই পাবে 6 পয়েন্ট এবং ম্যাচ ড্র হলে পাবে চার পয়েন্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোন দল সর্বোচ্চ 60 পয়েন্ট পেতে পারে। তেমনি চার ম্যাচে 48 পয়েন্ট, তিন ম্যাচে 36 পয়েন্ট এবং দুই ম্যাচের সিরিজে 24 পয়েন্ট এবং এক ম্যাচে 12 পয়েন্ট পেতে পারে।