গৌরনাথ চক্রবর্ত্তী,২ জুন: বিশ্ব চ্যাম্পিয়নদের মতই বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। গত শনিবার ব্রিস্টনের কাউণ্টি গ্রাউন্ডে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারালো আফগানিস্তানকে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৮.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।
নাজিবুল্লা ৫১ রান করেন।অস্ট্রেলিয়ার কামিন্স ও জাম্পা প্রত্যেকে ৩ টি করে উইকেট নেন।২০৮ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তোলে।অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ৬৬ রান করে আউট হন।স্মিথ ১৮ রানে আউট হন।খোয়াজা ১৫ রানে আউট হন। ডেভিড ওয়ার্নার ৮৯ রানে অপরাজিত থাকেন।আফিগানিস্তানের রশিদ আলি ১ টি উইকেট পান ও মুজিব-উর-রহমান ১ টি উইকেট পান।আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু করল।
অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারালো আফিগানিস্তানকে
সম্পর্কিত খবর