পৃথিবীর বৃহত্তম পান্নার খোঁজ মানসের, বাঙালি যুবকের কাণ্ডে হতবাক গোটা বিশ্ব

বাংলাহান্ট ডেস্ক : জাম্বিয়ার কপারবেল্ট প্রভিন্সে বিশ্বের সবচেয়ে বড়ো পান্নার খোঁজ পাওয়া গেলো। কাজেমের এক খনি থেকে এই পান্নাটি উদ্ধার করা হয়। এই খনিটি সেই দেশের ‘ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ও গেমফিল্ডস’ কোম্পানির আওতায় পরে। সর্বোপরি এই পান্নাটি আবিষ্কার করলেন স্বয়ং ভারতীয় তথা এক বাঙালি ভূতত্ত্ববিদ।

জানা গেছে, না কাটা বা আনকাট ৭৫২৫ ক্যারেটের এই পান্নার ওজন ১ কেজি ৫০৫ গ্রাম। এই বাঙালির নাম মানস বন্দোপাধ্যায়, যিনি রিচার্ড কাপেটারের সঙ্গে এই বৃহদাকার পান্নাটি ২০২১ সালে উদ্ধার করেন। খনি থেকে বার করার পর এই পান্নার নাম রাখা হয় ‘চিপামবেল’। আঞ্চলিক ‘বেম্বা’ ভাষায় যার অর্থ গন্ডার। পান্নাটির একটা দিক গন্ডারের শিং-এর মতো কিছুটা উঁচু হওয়ায় এমন নামকরণ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুটি বড়ো বড়ো পান্না এই একই খনি থেকে আবিষ্কৃত হয়েছে। আঞ্চলিক ভাষায় যাদের নাম যথাক্রমে, ‘ইনসোফু ’ এবং ‘ইনকালামাউ’। এই নামগুলির অর্থ যথাক্রমে হাতি এবং সিংহ। জিডাব্লিউআর ‘চিপামবেল’-এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অনুমোদন করেছে। এর আগে নাকি পৃথিবীতে এতো বড়ো পান্না কোথাও পাওয়া যায়নি বলে বলা হচ্ছে।

emerald

বাঙালি ভূতত্ববিদ যিনি এই এই পান্নাটি উদ্ধার করেছেন তাঁর নাম মানস বন্দোপাধ্যায়। তিনি দুর্গাপুরের ছেলে, পরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে জাম্বিয়ার কাজেমের গবেষণাগারে তিনি কর্মরত। সম্প্রতি জিওরক কনসাল্টিংয়ে যোগ দিয়েছেন। সেখান থেকেই জানা যায় তিনি পৃথিবীর অন্যান্য খনির মতো সেইদিন এই খনিতে কাজ করছিলেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর