সুইজারল্যান্ড-চিনকে টেক্কা, ভারতে তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘতম স্কাইওয়াক! কোথায় গেলে দেখতে পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে ভারতের (India) স্থাপত্য শিল্প সারা পৃথিবীকে মুগ্ধ করে এসেছে। ভারতের এই স্থাপত্য শিল্পকে চাক্ষুষ করার জন্য প্রতিবছর বিদেশ থেকে বহু মানুষ এদেশে আসেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন আশ্চর্য। ভারতে তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘতম কাঁচের স্কাইওয়াক (Skywalk)।

এই স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলে দেখা যাবে পায়ের নীচের প্রকৃতি। প্রকৃতির দৃশ্য দেখার পাশাপাশি পর্যটকরা উপভোগ করতে পারবেন রোমাঞ্চ। মহারাষ্ট্রের অমরাবতীর কাছে তৈরি হচ্ছে এই স্কাইওয়াক। অমরাবতীর একটি হিল স্টেশন চিখালদারায় বিশ্বের দীর্ঘতম কাঁচের স্কাইওয়াক তৈরি হতে চলেছে।

জানা গেছে, এই স্কাইওয়াকটি হবে ৪০৭ মিটার দীর্ঘ। স্কাইওয়াকের মাঝখানে থাকবে ১০০ মিটার কাঁচের ডেক। আশা করা হচ্ছে আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটির নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। ভারতের এই স্কাইওয়াকটি বিশ্বের অন্যান্য একটি স্কাইওয়াক হতে চলেছে। বিশ্বের দীর্ঘতম কাঁচের স্কাইওয়াকটি তৈরি হবে একক কেবল দড়ি দিয়ে। আনুমানিক ৩৫ কোটি টাকা ধার্য করা হয়েছে এই স্কাইওয়াকটি নির্মাণ করার জন্য। ইতিমধ্যেই ভারতের সিকিমে একটি কাঁচের স্কাইওয়াক রয়েছে।

Skywalk

সূত্রের খবর, অমরাবতীর এই স্কাইওয়াকটি ভারতে নির্মিত দ্বিতীয় কাঁচের স্কাইওয়াক হতে চলেছে। সুইজারল্যান্ড এর কাঁচের স্কাইওয়াকের দূরত্ব ৩৯৭ মিটার ও চীনের স্কাইওয়াকের দূরত্ব ৩৬০ মিটার। সে দিক থেকে দেখতে গেলে ভারতের নির্মীয়মান এই স্কাইওয়াকটি বিশ্বের দীর্ঘতম কাঁচের স্কাইওয়াক হিসেবে প্রকাশ পেতে চলেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর