জীবনকে আনন্দের এবং সুখের করতে উপাসনা করুন মা কালীর

বাংলাহান্ট ডেস্কঃ বিপদ থেকে উদ্ধার হতে সকলেই ভগবানের স্মরণাপন্ন হন। ভক্তকে বিপদ থেকে উদ্ধার করতে ভগবান তাঁর পাশে এসে দাঁড়ায়। বিপদ থেকে মুক্ত হতে কে না চায়। সকলেই চায় ধনী ব্যক্তি হতে। কিন্তু অনেক সময় বিপদ অনেকের পেছন ছাড়তে চায় না। তাই জীবনকে বিপদমুক্ত করতে এবং জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে করুন মা কালীর (Maa Kali) সেবা। মা কালী আপনার সেবায় সন্তুষ্ট হয়ে আপনাকে দুহাত তুলে আশির্বাদ করবেন। মায়ের দয়ায় আপনার সংসারে আসবে সুখ এবং আপনার জীবন ভরে উঠবে আনন্দে।

মা কালীকে প্রসন্ন করতে জপ করুন এক বিশেষ মন্ত্র। এই মন্ত্র (Mantra) জপ করলে মা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে ভরিয়ে দেবে। প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মা কালীর সামনে বিভিন্ন পুজোর দ্রব্যাদি রাখুন এবং তারপর নিয়ম মেনে করুন এই প্রার্থণা। প্রথমেই মায়ের জন্য দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি’ এই মন্ত্র জপ করতে হবে। তারপর দই-স্নানাদি প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃদধিস্নানাম্ সমর্পয়ামি’ মন্ত্র জপ করুন।

পঞ্চামৃত-সহ স্নানের দ্রব্যাদি প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চামমৃত স্নানম্ সমর্পয়ামি’ জপ করতে হবে।মাকে গঙ্গাজল স্নানের প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ গঙ্গাস্নানম্ সমর্পয়ামি’ জপ করার পর পুষ্প প্রদান এবং পঞ্চফল প্রদানের মন্ত্র পাঠ করতে হবে। পুষ্প প্রদানের মন্ত্র হল-‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এবং পঞ্চফল প্রদানের মন্ত্র হল- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।’

প্রসাদ দেওয়ার পর মা কালীকে প্রদীপ বা মোমবাতি প্রদানের মন্ত্র- ‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এবং ধূপকাঠি প্রদানের মন্ত্র-‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ পাঠ করতে হবে। তারপর মায়ের সামনে কর্পূর প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি’ উচ্চারণ করতে হবে।সব শেষে প্রণাম মন্ত্র- ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে’ জপ করতে হবে। তবে একশো আট বার জপ করতে হবে- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এই মন্ত্র। এইভাবে মা কালীকে সন্তুষ্ট করতে পারলে আপনার জীবনও হয়ে উঠবে সুখের।

এইভাবে মা কালীর উপাসনা করলে আপনার সংসার জীবন সুখের হয়ে উঠবে। কালীঘাটের আনন্দময়ী বড়োই কৃপাময়ী মা। ভক্তি ভরে তাঁরও সেবা করলে মা তাঁর সন্তানকে কখনই ফেরান না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর