TRP উঠবে হুড়মুড়িয়ে! ফিরছে ঋত্বিক-অন্বেষার জনপ্রিয় জুটি, প্রকাশ্যে ‘আনন্দী’র প্রথম প্রোমো

বাংলা হান্ট ডেস্ক : টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। ইদানীং টেলিভিশনের পর্দায় বাংলা সিরিয়াল (Bengali Serial) শুরু হওয়াটা একপ্রকার জল ভাতে পরিণত হয়েছে। এই সমস্ত নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় হাজির হন নতুন-নতুন তারকা জুটি।আবার অনেক সময় দেখা যায় নতুন সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন দর্শকদের অত্যন্ত পপছন্দের পুরনো জুটিও।

আসছে ঋত্বিক-অন্বেষার নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) আনন্দী

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই এক হিট জুটি হলেন জি বাংলার (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের উর্মি-সাত্যকি অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjeezee)  এবং অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)।আগের সিরিয়ালে তাঁদের জুটি এতটাই হিট হয়েছিল যে অনুরাগীরা আরও একবার তাঁদের একসাথে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন। অবশেষে জি বাংলার নতুন মেগা সিরিয়ালের হাত ধরে এই জুটিকে ফিরে পেতে চলেছেন দর্শক।

   

খুব অল্প সময়ের মধ্যেই জি বাংলায় শুরু হয়েছে একাধিক নতুন বাংলা সিরিয়াল। যার মধ্যে অন্যতম ‘কাজল নদীর জলে’, কিংবা ‘অমর সঙ্গী’র মতো ধারাবাহিক। আর এবার প্রকাশ্যে এলো ঋত্বিক অন্বেষার নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল একসাথে আবার জুটি বেঁধে কামব্যাক করছেন ঋত্বিক অন্বেষা। অবশেষে সেই জল্পনাকে সত্যি করেই প্রকাশ্যে এল তাঁদের নতুন সিরিয়ালের প্রোমো। কিন্তু প্রথমে এই ধারাবাহিকের জন্য নায়েকের চরিত্রে বেছে নেওয়া হয়েছিল অভিনেতা নীলাঙ্কুরকে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই আনা হয় অভিনেতা ঋত্বিক মুখার্জীকে।

আরও পড়ুন : একসময় স্টেশনে রাত কাটালেও! অবশেষে স্বপ্নপূরণ ‘অনুরাগের ছোঁয়া’র দীপার

প্রকাশ্যে আসা এই নতুন সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে নায়িক একজন পেশাদার ডাক্তার। কিন্তু নিজের ঠাম্মিকেই সে কিছুতেই ইনজেকশন দিতে পারছে না। তাই সে একজন নার্স আনার কথা ভাবে। কিন্তু ঠাম্মি বলে নার্স নয় তার একজন নাত বউ চাই। এরপরের দৃশ্যেই দেখা যায় নার্সিং স্কুলের তরফ থেকে কেউই ওই চিকিৎসকের বাড়ি যেতে চাইছে না। ঠিক তখনই নায়িকা এসে জানায় তার টাকাটা খুব দরকার। তাই সে যেতে চায়।

এরপর দেখা যায় বাড়ির সবার সাথে লুডো খেলার সময় খেলার ছলেই ঠাম্মির গায়ে ইনজেকশন পুশ করছেন আনন্দী। যা দেখে প্রশংসা করেন নায়ক। তখন  আনন্দী জানায়, সে ভালোবেসে সব কাজ করে। তখন নায়ক  জানায় যে ভালোবেসে সব হয় না। কিন্তু আনন্দী  করে  ভালো থাকা যায় অন্তত।এখন দেখার টেলিভিশনের পর্দায় এই নতুন সিরিয়ালটি কোন স্লটে সম্প্রচারিত হয়। কারণ ইদানিং জি বাংলার একাধিক সিরিয়াল সন্ধ্যার পরিবর্তে সম্প্রচারিত হচ্ছে দুপুরে কিংবা বিকালে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর