বন্দে ভারত নয়, মাল গাড়ি চালান নদীয়ার শুভেন্দু! ভুয়ো পোস্টের জেরে জেরবার তিনি

বাংলাহান্ট ডেস্ক : একটি ছবি কিভাবে একজন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতে পারে তার জলজ্যান্ত উদাহরণ নদীয়ার শুভেন্দু বড়াই। তিনি বন্দে ভারত এক্সপ্রেস শুরু হওয়ার দিন তার সামনে একটি ছবি তুলেছিলেন। এবার সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো বিপাকে নদীয়ার শুভেন্দু। শুভেন্দু বড়াই আদতে একজন মাল গাড়ির চালক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার সেলফি ভাইরাল হতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার মত অবস্থা।

সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে একটি লেখা ছড়িয়ে পড়েছিল। তাতে লেখা ছিল, “চাকদহের গৌরব। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চালক হলেন নদীয়ার চাকদহের শুভেন্দু বড়াই।” সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন, শুভেন্দু বাবুকে ফোন করে অতিষ্ঠ করে তোলেন সবাই। আসল সত্যিটা কি?

শুভেন্দু জানিয়েছেন, “আমি বন্দে ভারতের চালক নই।” শুভেন্দু আরও বলেন, তিনি কোনদিন যাত্রীবাহী ট্রেন চালাননি। সেক্ষেত্রে বন্দে ভারত চালানো তো অনেক দূরের কথা। তিনি আসলে একজন মাল গাড়ির চালক। ছবিটি ভাইরাল হওয়ার পর তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না কি করা উচিত। কে বা কারা এইরকম ভুয়ো খবর ছড়ালো সেই বিষয়টিও জানতে জানতে চান তিনি।

Suvendu garai

শুভেন্দু বলেছেন, “বন্দে ভারতের উদ্বোধনের দিন হাওড়ায় ট্রেনের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলেছিলাম। সামান্য ছবি আমাকে যে এইরকম বিপদে ফেলবে তা ভাবতেও পারিনি। আমি চাকরিতে যোগ দিয়েছিলাম ২০১৫ সালে। হাওড়া শাখায় মাল গাড়ির চালক আমি। আমি শুধুমাত্র বন্দে ভারত ট্রেনটি দেখতে গিয়েছিলাম।” অন্যদিকে,এই পোষ্টের জন্য রীতিমতো আতঙ্কে শুভেন্দু। তিনি বলেছেন এই ভুয়ো খবরের জন্য তার চাকরি নিয়ে না টানাটানি শুরু হয়!

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর